ক্যারিবিয়ানদের গুড়িয়ে সিরিজে এগিয়ে গেল কিউইরা

ছবি:

ওয়েলিংটনের প্রথম টেষ্টের চতুর্থ দিনে এসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৬৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ওয়েস্ট ইন্ডিজ দলকে। দুই দলের প্রথম ইনিংস শেষে ৩৮৬ রানের পিছিয়ে থাকে ক্যারিবিয়ানরা। তবে দ্বিতীয় ইনিংসে শুরুতেই ভালোই জবাব দিচ্ছিল সফরকারী দলটি।
মাত্র ২উইকেট হারিয়ে ২১৪ রান করে তৃতীয়দিন শেষ করে। তবে চতুর্থদিনের শুরুতেই স্কোরবোর্ডে মাত্র ১৭ রান যোগ করেই বিদায় নেই ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট। এরপরেই ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা মত্ত হয় উইকেট বলিদানের মিছিলে।

চতুর্থদিনে ৮জন ক্যারিবিয়ান ব্যাটসম্যান মিলে মাত্র ৪০ অভার ব্যাট করতে সমর্থ হয়। সবমিলিয়ে, চতুর্থদিনে স্কোরবোর্ডে মাত্র ১১৫ রান যোগ করে ৩১৯ রানে অলআউট হয় সফরকারী দলটি। আর তাতেই টেষ্টের একদিন বাকী থাকতেই ইনিংস ও ৬৭ রানে হারতে হয় তাদের।
ব্ল্যাক ক্যাপ্সদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ম্যাট হেনরি। ট্রেন্ট বোল্ট, নিল ওয়েগনার ও কলিন ডি গ্র্যান্ডহোম দুটি করে উইকেট নেন। আর মিচেল স্যান্টনার নেন এক উইকেট। ওয়েলিংটন টেষ্টের প্রথমদিন থেকেই সফরকারীদের ভোগান্তিতে রাখে স্বাগতিকরা। টেষ্টের প্রথম ইনিংসে নিল ওয়েগনারের তান্ডবে মাত্র ১৩৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েগনার একাই নেন ৭ উইকেট। জবাবে কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলের সেঞ্চুরিতে ৫২০ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। আর ক্যারিবিয়ানরা দুই ইনিংস মিলিয়ে সংগ্রহ করে ৪৫৩ রান। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া ওয়েগনারের হাতে ম্যাচ সেরার পুরষ্কার তুলে দেওয়া হয়।