কন্ডিশনকেই বাঁধা মানছেন সুজন

ছবি:

জানুয়ারিতেই যুব বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে সাইফ-আফিফদের। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে গ্রুপ পর্বে সাইফদের বাকী তিন প্রতিপক্ষ নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী দিনেই (১৩ই জানুয়ারি) নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে তাদের।
তবে বোর্ড পরিচালক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক বিশ্বকাপ যাত্রায় টাইগারদের সবচেয়ে বড় বাঁধা হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের কন্ডিশনকেই। তবে নিয়মিত খেলার মধ্যে থাকায় কন্ডিশন ক্ষুদে টাইগারদের বেশি ভোগাবে না, এমনটাও জানিয়েছেন তিনি।
মিডিয়ার সামনে জানান, "অবশ্যই অনূর্ধ্ব-১৯ এর জন্য কন্ডিশনটা একটা কঠিন ব্যাপার। ওরা একদম নতুন। জাতীয় দলের উপর যতটুক আলো থাকে, ওদের একদমই নেই। তারপরও আমরা চেষ্টা করেছি ওদের যতটুকু ম্যাচ খেলানো যায়। প্রস্তুত করা যায় ছেলেগুলোকে।

আমি মনে করি, তারা প্রস্তুত। সত্যি কথা বলতে, কন্ডিশনের সাথে কতটা মানিয়ে নিতে পারবে সেটাই বড়। তবে ওদের ম্যাচ অভিজ্ঞতাটা ভাল হয়েছে। বিভিন্ন বড় দলের সাথেও খেলেছে। স্থানীয় ও বিভাগীয় দলগুলির সাথে ম্যাচ খেলেছে, এইচপির সাথেও খেলেছে।"
অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএলের মধ্য দিয়ে খেলার মধ্যে থাকার কারণেই মূলত আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন সুজন। অনিক-আফিফদের উপরে দারুণ আশাবাদী তিনি।
"ছেলেগুলো কিন্তু পারফরমও করেছে। অনেকেই ঢাকার প্রিমিয়ার লিগ খেলেছে বা বিপিএলে আসরেও খেলেছে। একটু অভিজ্ঞতা তো কিছু ছেলের মধ্যে আছে। ভাল ব্যাপার হলো, কিছু ছেলে শেষ বিপিএলে খেলেছে। আফিফ খেললো, কাজী অনিক খেললো। বড় কথা আমরা প্রস্তুত, বাকিটা কন্ডিশনের উপর। আমার বিশ্বাস, ছেলেরা ভালো করবে।'