রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা

ছবি:

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে মাশরাফী বিন মর্তোজার রংপুর রাইডার্স এবং সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।
বাংলাদেশ সময় বেলা একটায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার দলপতি সাকিব আল হাসান।

এর আগে চলতি আসরে নিজেদের শেষ দেখায় রংপুরের কাছে তিন রানে হেরেছিল ঢাকা ডাইনামাইটস। তাই আজকের ম্যাচে রংপুরের বিপক্ষে জয় তুলে নিয়ে প্রতিশোধ নিতে চাইবে সাকিব-আফ্রিদিরা।
এছাড়াও এই ম্যাচ জিতলে ঢাকার সামনে সুযোগ থাকছে দ্বিতীয় স্থানে থেকে বিপিএল মিশন শেষ করার। তাই নিজেদের সেরাটা দিয়েই আজকের ম্যাচে জিততে চাইবে ঢাকা।
অন্যদিকে মাশরাফীরা চাইবে ঢাকাকে হারিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করতে। যেকারণে জয়ের ধারা ধরে রাখতেই মাঠে নামছে রাইডার্সরা।