২০১৮ সালে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট সূচি

ছবি:

চলতি বছর শেষ হতে আর খুব বেশি দিন বাকি নেই। এই বছরটি বেশ ব্যস্ত ক্রিকেট সূচির মধ্য দিয়েই পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে শুধু এই বছরটিই নয়, আগামী বছরেও টাইগারদের লম্বা ক্রিকেটীয় সূচি রয়েছে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রকাশির এফটিপি বা ফিউচার ট্যুর প্রোগ্রামের সূচি অনুযায়ী আগামী বছরের শুরুর দিকেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
এরপর মার্চ-এপ্রিলের দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে সাকিব-তামিমরা। দুই মাস বিরতির পর জুলাইয়ের দিকে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগাররা। এরপর ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।
এক নজরে দেখে নিন এফটিপি অনুযায়ী বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর সূচি