সাকিব-শফিউলদের ক্লাবে নাসির

ছবি:

প্রথম বারের মত বিপিএল ক্যারিয়ারে পাচ উইকেট তুলে নিয়েছেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। রবিবার চিটাগাং ভাইকিংসের বিপক্ষে চার ওভার বোলিং করে ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট।
এদিন দিনের প্রথম ম্যাচে ভাইকিংসদের টপ অর্ডারকে একাই গুড়িয়ে দিয়েছেন নাসির। তার দুর্দান্ত বোলিংয়েই পাওয়ার প্লে'তে পাচ উইকেট হারিয়ে বসে দলটি। যদিও প্রথম পাচ উইকেটের চারটি নেন নাসির এবং একটি শিকার করেন শরীফউল্লাহ।
তবে ম্যাচের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ভান জেইলকে সাজঘরে ফিরিয়ে প্রথম বারের মত বিপিএল ক্যারিয়ারে পাচ উইকেট নে??ার কীর্তি গড়েন এই ডানহাতি পেসার। বিপিএলে এখন পর্যন্ত নাসির ছাড়া পাচ উইকেট নিয়েছেন মাত্র দুই স্পিনার।

এরা হলেন আফিফ হোসেন এবং ঢাকা ডাইনামাইটসের দলপতি সাকিব আল হাসান। চলমান বিপিএলেই রংপুরের বিপক্ষে ১৬ রান দিয়ে পাচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন সাকিব।
আর গেল বিপিএলে ভাইকিংসদের বিপক্ষেই ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তরুন অলরাউন্ডার আফিফ হোসেন। এই তিন জন স্পিনার ছাড়াও বিপিএলে পাচ উইকেট শিকারের এই তালিকায় আছেন আরও ১০জন পেসার।
বাংলাদেশের হয়ে এই তালিকায় আছেন তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম এবং আল আমিন হোসেন। আর বিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার মোহাম্মদ সামির। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২০১২ সালে দুরন্ত রাজশাহীর জার্সিতে ৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই পাকিস্তানি পেসার।