promotional_ad

ফাইনাল হোক কালিমা মুক্ত

promotional_ad

'বিপিএল হবে বিতর্ক হবে না...' এই লাইনটি গত কয়েকদিন ধরে ফেসবুক, টুইটারে কতবার যে পড়েছি, তার অন্ত নেই। অনেকে আবার আরেক ধাপ উঁচুতে গিয়ে বলছেন, 'এই খেলা দেখে কি লাভ, কমিটির টিমই শেষ পর্যন্ত জিতবে।' একজন বিশুদ্ধ ক্রিকেটের পাগল হিসেবে কথা গুলো আমাকে পিড়া দেয়। 


কল্পনা করি, বিপিএল হবে আমাদের বিগ ব্যাশ... স্বপ্ন দেখি বিগ ব্যাশের মত রঙ্গিন হবে বিপিএলের ব্রডকাস্টিং, ধারাভাষ্য হবে স্বতঃস্ফূর্ত। খেলা থেকে চোখ সরালেও কান সরবে না ধারাভাষ্য থেকে। আম্পায়ারিং হবে প্রশংসা যোগ্য। সেটা কি হচ্ছে বিপিএলে?


কেন প্রতি ম্যাচেই সন্দেহের নোংরা গন্ধ পেতে হচ্ছে আমাকে? কেন পুরো বিশ্ব দেখছে বাংলাদেশ ক্রিকেটের এই রূপ? এটা তো পাড়ার ক্রিকেট নয়। দেশি ক্রিকেটারদের সব সন্মানিত ব্যক্তিত্বরা অংশ নিচ্ছে বিপিএলে।



promotional_ad

বিদেশি ব্র্যান্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গাদের মত চ্যাম্পিয়ন ক্রিকেটার খেলছেন এই আসরে। পুরো বিশ্ব এই ক্রিকেটারদের সম্মানের চোখে দেখে, আর আমরা আমাদের কুৎসিত চেহারা দেখানোর জন্য এই বিপিএলকেই বেছে নেই।


এই টুর্নামেন্টের ফলাফল নাকি মাঠের বাইরেই ঠিক হয়ে যায়। ফ্যাঞ্চাইজির মালিকদের টাকার গরমে নাকি আম্পায়াররা উঠাবসা করে। এমন অভিযোগ বিশ্বাস করতে চাই না। কিন্তু অবিশ্বাস করার মত শক্ত যুক্তিও খুঁজে পাই না। 


একদল দেখি বিপিএল কমিটিতে মামলার হুমকি দেয়, আবার দেখি বিপিএল কমিটিও আঙ্গুল তুলে কথা বলে... আর পুরো বিশ্ব দেখে আর বলে, 'আমি ঠিক দেখছি তো?' আর এক জন বাংলাদেশি হিসেবে আমি চোখ বন্ধ করে লজ্জা হজম করি।



এমন লজ্জা বিপিএলের সিলেট পর্বের শুরু থেকেই দেখে আসছি। বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসেবে বিপিএলের ফাইনালে অন্তত এইসব দেখতে চাই না। সাকিব-মাশরাফিদের মত দেশের ক্রিকেটের স্তম্ভদের আর লজ্জায় মুখ লুকাতে দেখতে চাই না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball