শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেখছেন তাসকিন

সংবাদ
শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেখছেন তাসকিন
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এই সিরিজের আগেই বাংলাদেশের মাটিতে দুই ম্যাচ টি২০ সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছে লঙ্কানরা।

তারপর, চলতি সিরিজের প্রথম ম্যাচেও ভারতকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দীনেশ চান্দিমালের দল। ফলে, লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগেই বড় চ্যালেঞ্জ দেখছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তিনি মনে করেন লঙ্কানদের বিপক্ষে খেলা অনেক কঠিন হবে।

তাসকিন এই প্রসঙ্গে বলেছেন, 'কাজটা কঠিন হবে। ওরা ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা জিতে আছে। ওদেরও আত্মবিশ্বাসের লেভেল অনেক উপরে। চ্যালেঞ্জটা কঠিন হবে। আমাদের সেই সামর্থ্য আছে। আমরা প্রমাণও করেছি, তবে সবশেষ কয়েকটা সিরিজ হয়তো খারাপ করেছি। ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াতে পারবো।'

এদিকে, নিদাহাস ট্রফির আগে পেস বোলারদের নিয়ে বিশেষ ক্যাম্প করেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ। এখানে পেসারদের দক্ষতা বাড়ানোর জন্য কাজ করা হয়েছে।

নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে এর কিছুটা ঝলক দেখিয়েছেন তাসকিন-রুবেলরা। টাইগার পেস তারকা তাসকিন আহমেদ জানিয়েছেন, আগামী ম্যাওগুলোতেও এর প্রভাব পড়বে।

তাসকিনের ভাষ্যমতে, "বাংলাদেশে আমরা ফাস্ট বোলাররা কোর্টনির সাথে ১ সপ্তাহের ক্যাম্প করেছি। এই ক্যাম্পে কোর্টনি ও চাম্পাকা আমাদের অনেক সাহায্য করেছেন। ফিজ পিএসএলে ছিল। আমি-রুবেল ও অন্য পেসাররা আলাদা আলাদা ভাবে কাজ করেছি। আমরা চেষ্টা  করেছি নিজেদের সামর্থ্যের উন্নতির জন্য। আশা করছি এর পরভাব পড়বে আগামী ম্যাচগুলতে।"

আরো পড়ুন: this topic