লজ্জায় ডুবলো আশরাফুলরা

ছবি:

আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় ডিপিএলের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নেমেছিলো ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে টসে জিতে অলোক কাপালির নেতৃত্বাধীন ব্রাদার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন কলাবাগান দলপতি মুক্তার আলি।
এরপর ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে জুনায়েদ সিদ্দিকির অনবদ্য সেঞ্চুরিতে ৩১৭ রানের পাহাড় গড়ে ব্রাদার্স ইউনিয়ন। জুনায়েদ ছাড়াও দুর্দান্ত ব্যাটিং করেছেন ডানহাতি ব্যাটসম্যান মাইশুকুর রহমান। ৯৬ রান করে দলকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
৩১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৭ রান যোগ করতেই ওপেনার জসিম উদ্দিন এবং মোহাম্মদ আশরাফুলকে হারিয়ে বসে কলাবাগান। এরপর আকবর এবং তাইবুর মিলে ৫৭ রানের জুটি গড়ে কলাবাগানকে টেনে তুলেন।
কিন্তু ব্রাদার্সের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরায় তাদের। ৬ উইকেট হারিয়ে বসা কলাবাগানের হয়ে খানিকটা প্রতিরোধ গড়েন মুক্তার আলী।

ফিফটিও হাঁকান এই ব্যাটসম্যান। কিন্তু ৬২ রানে তিনি বিদায় নিলে ১৮৬ রানে অলআউট হয় আশরাফুলরা। ১৩১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আশরাফুল-মুক্তাররা। সোহরওয়াহর্দী শুভ নেন ৩টি উইকেট। এছাড়াও শাখাওয়াত হোসেন এবং মেহেদি রানা নেন ২টি করে উইকেট।
ব্রাদার্স ইউনিয়ন-
মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মাইশুকুর রহমান, অভিষেক রহমান, অলোক কাপালি (অধিনায়ক), ইয়াসির আলি, সোহরাওয়ার্দি শুভ, শাকিল হোসেন, মেহেদি হাসান রানা, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ।
কলাবাগান ক্রীড়া চক্র-
তাসামুল হক, জসিমউদ্দিন, মোহাম্মদ আশরাফুল, আবুল হাসান, আকবর-উর-রেহমান, মুক্তার আলি (অধিনায়ক), তাইবুর রহমান, রাহাতুল ফেরদৌস, মাহমুদুল হাসান, সঞ্জিত সাহা, নাহিদ হাসান।