promotional_ad

স্কোর্চারসকে দুইয়ে নামালো ম্যাককালাম-লিনের ব্রিসবেন

promotional_ad

বিগ ব্যাশের ১৮তম ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের ব্রিসবেন হিটের কাছে ৪৯ রানে হেরেছে পার্থ স্কোর্চারস। শুরুতে অবশ্য টসে জিতেছিল পার্থ, তবে ফিল্ডিং বেঁছে নিয়েছিল তারা।




আর তাতেই ভুল প্রমানিত হয় পার্থ স্??োর্চারস অধিনায়ক এডাম ভোজেসের সিদ্ধান্ত। কেননা শুরু থেকেই তাণ্ডব শুরু করেন ব্রিসবেন ওপেনার ক্রিস লিন (২০ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৩৯) এবং ব্রেন্ডন ম্যাককালাম (২৭ বলে চার চারে ৩২)।   




এদুজন ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন জো বার্ন্স। ২৬ বলে একটি চার এবং তিনটি ছক্কায় ৩৬ করেন তিনি। আর শেষদিকে ২০ বলে পাঁচটি ছক্কা এবং একটি চারের সাহায্যে ৪৬ রান করেন বেন কাটিং।



promotional_ad



আর এতেই বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯১ রান করে ব্রিসবেন হিট। স্কোর্চারস বোলারদের মধ্যে দুটি উইকেট লাভ করেন ডেভিড উইলি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কোর্চারস।




দলের পক্ষে সর্বোচ্চ ৩১ (১৮ বলে, একটি চার আর দুটি ছক্কায়) রান করেন অ্যাস্টন অ্যাগার। দুই অঙ্কের করে রান করলেও দলের কোনো ব্যাটসম্যানের রান উল্লেখ করার মতো নয়।





উইকেট হারাতে হারাতে ১৯ ওভারে ১৪২ রান করে অলআউট হয় তারা। ব্রিসবেনের বোলারদের মধ্যে ব্রেন্ডন ডগেট পাঁচটি উইকেট লাভ করেন। ম্যাচসেরা নির্বাচিত হন বেন কাটিং।




এই জয়ের মাধ্যমে টেবিলের শীর্ষে থাকা স্কোর্চারসকে টেনে দুইয়ে নামালো ব্রিসবেন হিট। ছয়টি ম্যাচ শেষে তাদের পয়েন্ট আট। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে দুইয়ে স্কোর্চারস।



ছবি কৃতজ্ঞতাঃ- ক্রিকইনফো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball