promotional_ad

টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি ওয়াটসনদের

promotional_ad

টান টান উত্তেজনায় শেষ হল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচ। সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের হাইভোল্টেজ ম্যাচে শেষ বলে জয় পেয়েছে থান্ডার। 




গতবারের রানার্সআপ সিক্সার্সের ছুড়ে দেওয়া ১৫০ রানের লক্ষ্য থান্ডার টপকে গেছে এক বল ও পাঁচ উইকেট হাতে রেখে। শেষ ওভারে ১৫ রান নিয়েছে থান্ডার ব্যাটসম্যান অর্জুন নায়ার (৬ বলে ১২*) ও এইডেন ব্লিজার্ড (৭ বলে ১১*)।




তবে শুরু থেকে দারুণ খেলেছিলেন দলের অধিনায়ক শেন ওয়াটসন। ৪৬ বলে ৭৭ রান করে ১৮তম ওভারে ফিরে যান তিনি। এছাড়া ওপেনার কার্টিস প্যাটারসন করেন ৩৭ বলে ২৯ রান।



promotional_ad



সিক্সার্স বোলারদের মধ্যে চার ওভারে ১৪ রান খরচায় ৪টি উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার ড্যানিয়েল স্যামস। বাকী উইকেটটি নেন প্রোটিয়া স্পিন অলরাউন্ডার জোহান বোথা।




এর আগে সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে টস জিতেছিল থান্ডাররাই। সিক্সার্সদের ব্যাটিংয়ে পাঠালে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে তারা। 





দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন স্যাম বিলিংস। এছাড়া নিক ম্যাডিসন ৩১, ড্যানিয়েল হিউস ২৯, হেনরিখস ১৩, পিটার নেভিল ১৩, স্টিভ ও’কিফ ১৯ রানে বিদায় নেন। 




থান্ডার বোলারদের মধ্যে দুইটি করে উইকেট নেন মিচেল ম্যাকক্লেনাগান, ফাওয়াদ আহমেদ ও অর্জুন নায়ার। দারুণ ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয় থান্ডারদের অধিনায়ক শেন ওয়াটসনকে।





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball