বিপিএল ফাইনাল ও ঢাকা যেন উভয়ের 'সমার্থক'

সংবাদ
বিপিএল ফাইনাল ও ঢাকা যেন উভয়ের 'সমার্থক'
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লীগের পঞ্চম আসরের ফাইনালে আজ মাঠে নামছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস ও মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। এর আগে বিপিএলের চার আসরের ফাইনালেই উঠেছিলো ঢাকা। 

২০১২ এবং ২০১৩ সালে অনুষ্ঠিত হওয়া প্রথম দুই আসরে টানা দুই বার শিরোপা ঘরে তোলে ঢাকা দলটি। সেসময় অবশ্য ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে টুর্নামেন্টে খেলতে এসেছিলো তারা।

এরপরের আসরে ফিক্সিং কেলেঙ্কারির কারণে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ফ্র্যাঞ্চাইজিকে আজীবন নিষিদ্ধ করে বিপিএল গভর্নিং কাউন্সিল। পরবর্তীতে দুই বছর বন্ধ থাকার পর ২০১৫ সালে আবারো মাঠে গড়ায় বিপিএলের তৃতীয় আসর।

আর সেই আসরে নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ঢাকা ডাইনামাইটস নাম নিয়ে টুর্নামেন্টে ফিরে আসে ঢাকা। সেই আসরের ফাইনালে যেতে ব্যর্থ হলেও চতুর্থ বিপিএলে ঠিকই ফাইনালে পা রাখে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা। পাশাপাশি তৃতীয়বারের মতো শিরোপাও ঘরে তোলে তারা। 

এবার চতুর্থবারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন হওয়ার পথে দাঁড়িয়ে আছে ঢাকা। পঞ্চম বিপিএলের শুরু থেকেই দারুণ খেলছে সাকিবের দলটি। সুতরাং মাশরাফি বাহিনীর বিপক্ষেও যে তাদেরকেই ফেভারিট হিসেবে দেখছেন অনেকেই। 

এর আগে ২০১৩ সালে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে বিপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পর তৃতীয় আসরে ঢাকার মালিকানা সত্ত্ব কিনে নিয়েছিলো বেক্সিমকো গ্রুপ। কিন্তু মালিকানা পরিবর্তনের সাথে সাথে ভাগ্যও পরিবর্তন হয়ে যায় দলটির।

টুর্নামেন্টের তৃতীয় আসরে প্রথম কোয়ালিফায়ার থেকেই বাদ পড়ে তারা।  তবে চতুর্থ আসরে এসে আবারো ভাগ্য ফেরে তাদের। টুর্নামেন্টের তৃতীয় শিরোপা নিশ্চিত করে সাকিবের দল। 

এবার চতুর্থবারের মতো হয়তো শিরোপা নিজেদের করে নিতে যাচ্ছে তারা। আর সাকিবদের ট্রফি উঁচিয়ে উল্লাস করার সেই দৃশ্য দেখার প্রতীক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় থাকছেন হাজারো ডাইনামাইটস ভক্তরা। 


আরো পড়ুন: this topic