promotional_ad

আইসিসির সভায় 'বায়ুদূষণ'!

promotional_ad

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চলছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট। ভেন্যুতে খেলার সময় টেস্টের তৃতীয় দিনে গিয়ে বেশ বড় একটি সমস্যার মধ্যে পড়েছে সফরকারী শ্রীলঙ্কা।


কারণ দিল্লির বায়ু দূষণের মাত্রা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছিল সেদিন। আর সেই দূষণের মাত্রা এমনই অসহনীয় অবস্থানে চলে গিয়েছিলো যে কিছুক্ষণের জন্য (১০  মিনিট) দিল্লি টেস্ট বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন আম্পায়াররা।


পরবর্তীতে খেলা শুরু হলে ফিল্ডিংয়ে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন লঙ্কান ক্রিকেটাররা। লঙ্কান অধিনায়ক দীনেশ চান্ডিমাল খেলা চালিয়ে যেতে আপত্তিও জানিয়েছিলেন। শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে মুখে মাস্ক লাগিয়ে ফিল্ডিং করেছিলেন শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। 



promotional_ad

উল্লেখ্য, এই পরিবেশে খেলতে গিয়ে অসুস্থ হয়ে মাঠ ছাড়তে হয়েছিলো লঙ্কান পেসার সুরঙ্গা লাকমল ও লাহিরু গামাগেকে। তারপরেও খেলা বন্ধ করেননি আম্পায়াররা। সেদিন দিল্লির দূষণের মাত্রা ছাড়িয়ে গেছে ৪১১ মিটার পর্যন্ত! যা স্বাভাবিক মাত্রার থেকে অনেকখানি বেশি। 


কিন্তু এরপরেও খেলা চালিয়া যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই বড় সমালোচনা হয়েছে ক্রিকেটাঙ্গনে। এবার এই সমস্যা নিয়ে আলোচনা করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)!


জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে আইসিসির বৈঠকে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করবে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, "দিল্লি টেস্টে দূষণের খবর আইসিসির কাছে গিয়েছে এবং মেডিক্যাল কমিটিকে বিষয়টি দেখার নির্দেশও দেওয়া হয়েছে।" 



একইসাথে ফেব্রুয়ারিতে এই প্রসঙ্গে আলোচনা হবে, এমনটাও জানা যায়। এদিকে বিসিসিআই ইতিমধ্যে দিল্লি থেকে নভেম্বর, ডিসেম্বরের আন্তর্জাতিক ম্যাচ সরিয়ে নিয়েছে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball