promotional_ad

টি-টেন ক্রিকেট লীগ নিয়ে রোমাঞ্চিত তামিম

promotional_ad

চলতি মাসেই আরব আমিরাতে শুরু হচ্ছে ক্রিকেটের নতুন সংস্করণের টুর্নামেন্ট টি-টেন ক্রিকেট লীগ। এই টুর্নামেন্ট মাতাতে দেখা যাবে সাবেক ভারতীয় ব্যাটসম্যান বিরেন্দর শেওয়াগ, পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদির মত ক্রিকেটারদের। তাদের সঙ্গে খেলার কথা রয়েছে সুনিল নারিন, কাইরন পোলার্ডেরও।


ওই জাঁকজমকপূর্ণ আসরে মাঠ কাঁপাতে যাচ্ছেন তিন টাইগার তারকা তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আরব আমিরাতে এই টি১০ টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। অংশগ্রহণ করবে তারকাবহুল ৬ টি দল।


টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খেলবেন পাখতুন টিমসের হয়ে। বিপিএল শেষ করেই এই টুর্নামেন্টে খেলতে উড়াল দেবেন তিনি। ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের এই ব্যতিক্রমী লিগে তার দল পাখতুনসকে সমর্থন দেয়ার জন্য দর্শকদের আহ্বান জানিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম।



promotional_ad

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাখতুন টিমের অফিশিয়াল পেইজে শেয়ার দেয়া হয়েছে তামিমের একটি ভিডিও বার্তা। সেখানেই ড্যাশিং এই ব্যাটসম্যান দর্শকদের নতুন এই ফরম্যাটের খেলা উপভোগের আহ্বান জানিয়েছেন। সাথে দলের জন্যও সবার কাছে শুভকামনা চেয়েছেন তামিম।


ভিডিও বার্তায় তামিম বলেন, 'আশা করি আপনারা সবাই পাখতুনসকে ফলো করবেন। আর আমাদেরকে সাপোর্ট করবেন যেন ওখানে আমরা ভালো খেলতে পারি।' এবং তিনি যাতে ভালো খেলা উপহার দিতে পারেন সে জন্য দোয়া করতে বলেছেন দর্শক-সমর্থক-খেলাপ্রেমীদের, 'ইনশাল্লাহ, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো পারফরম্যান্স করতে পারি ওখানে।'


টি-টেন লীগে দুটি গ্রুপে ভাগ হয়ে ছয়টি দল একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করবে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন কেরালা কিংসের হয়ে। আর মুস্তাফিজের দল বেঙ্গল টাইগার্স। ১৪ তারিখেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছেন তিন টাইগার ক্রিকেটারই। উদ্বোধনী ম্যাচেই সাকিবের দল কেরালা মুখোমুখি হবে মোস্তাফিজের বেঙ্গল টাইগার্সের।



দিনের দ্বিতীয় ও শেষ খেলায় তামিমের পখতুনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে শেওয়াগের মারাঠা অ্যারাবিয়ানস। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়াম। বিপিএল শেষে বেশ কয়েকজন তারকা অংশ নিচ্ছেন এই টি১০ টুর্নামেন্টে। বিপিএল মাতানো ক্রিকেটারদের মধ্যে ড্যারেন স্যামি, কার্লোস ব্র্যাথওয়েট, ডিজে ব্রাভো, লুক রনকি, আন্দ্রে ফ্লেচাররা, রায়াদ এমরিত, জনসন চার্লস, রাইলি রুশোরা খেলবেন এই ক্রিকেটের নবীনতম এই সংস্করণে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball