টাইগারদের বিপক্ষে লঙ্কানদের সম্ভাব্য একাদশ ঘোষণা

ছবি:

আগামী বছরের জানুয়ারি মাসে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট এবং একটি টি টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের।
আর সফরকে সামনে রেখে আইল্যান্ড ক্রিকেট নামের একটি শ্রীলঙ্কান পত্রিকা লঙ্কানদের সম্ভাব্য সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে।
দেখে নিন প্রকাশিত সেই সেরা একাদশটি-
১। সাদিরা সামারাবিক্রমা (ডানহাতি ব্যাটসম্যান)
২। দিমুথ করুণারত্নে (বাঁহাতি ব্যাটসম্যান)
৩। ধনঞ্জয়া ডি সিলভা (অলরাউন্ডার) (ডান হাতি ব্যাটসম্যান) (অফ স্পিনার)
৪। কুশল মেন্ডিস (ডানহাতি ব্যাটসম্যান)

৫। অ্যাঞ্জেলো ম্যাথিউস (ডানহাতি ব্যাটসম্যান)
৬। রোশন সিলভা (ডানহাতি ব্যাটসম্যান)
৭। দীনেশ চান্ডিমাল (ডানহাতি ব্যাটসম্যান) (অধিনায়ক) (উইকেটরক্ষক)
৮। সিহান জয়াসুরিয়া (বোলিং অলরাউন্ডার) (বাঁহাতি ব্যাটসম্যান) (অফ স্পিনার) (দিলরুয়ান পেরেরার বদলী)
৯। রঙ্গনা হেরাথ (বাঁহাতি স্পিনার)
১০। বিশ্ব ফার্নান্ডো (বাঁহাতি মিডিয়াম পেসার)/ লাহিরু গামাগে (ডানহাতি মিডিয়াম পেসার)
১১। সুরঙ্গা লাকমল (ডানহাতি মিডিয়াম পেসার)
রিজার্ভ ক্রিকেটার-
১। ভিমুক্তি পেরেরা (বাঁহাতি মিডিয়াম পেসার
২। নিরোশান ডিকওয়েলা (বাঁহাতি ব্যাটসম্যান)
৩। রন চন্দ্রগুপ্তা/ উদারা জয়াসুন্দারা/ মিনোদ ভানুকা (বাঁহাতি ব্যাটসম্যান)
৪। লক্ষ্মণ সান্দাকান (চায়নাম্যান বোলার)