চলতি সপ্তাহেই আসছে উইন্ডিজদের বিশ্বকাপ জেতানো কোচ

সংবাদ
চলতি সপ্তাহেই আসছে উইন্ডিজদের বিশ্বকাপ জেতানো কোচ
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ফিল সিমন্স। তার অধীনেই ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের কোচিং করিয়েছেন এই উইন্ডিজ কোচ।

বাংলাদেশের প্রধান কোচের পদ খালি থাকায় আগ্রহ প্রকাশ করেছেন এই অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিয়ান। চলতি মাসের নয় তারিখ বিসিবির সামনে হাজির হবে তিনি। নাজমুল হাসান পাপন বলেছেন,

'নয় তারিখে আসবে ফিল সিমন্স। তার আগেও একজন আসার কথা। তার নাম এখন বলছি না। কারণ, যেহেতু এখনও তারিখ ঠিক হয়নি, তেমন নিশ্চয়তা এখনও মেলেনি। আরও কয়েক জনের সঙ্গে কথা হচ্ছে। তাদের এর মাঝেই আসতে হবে। ১০ তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেখানে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে চাচ্ছি।'

তবে ফিল সিমন্স ছাড়াও আরও চার-পাঁচ জন হাই প্রোফাইল কোচ আবেদন করেছেন বলে জানিয়েছেন তিনি। একই সাথে দুইজন কোচকে নিয়োগ দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বোর্ড প্রেসিডেন্ট।

'এই ধরনের কথা বার্তা যে হচ্ছে না তা না। তবে আপাতত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোচ নিয়োগ করা। সেই জিনিসটা আমাদের সামনের যে সিরিজ আছে তার মধ্যে নাও পারতে পারি। কিন্তু আমাদের একজন স্থায়ী কোচ তো লাগবে।

সেটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা যদি না হয়, এই সিরিজের মধ্যে আমরা চূড়ান্ত যদি করতে না পারি তাহলে কি হবে, এই সিরিজটা কিভাবে চলবে- এই সব কিছু নিয়েই আলাপ আলোচনা হবে।'

আরো পড়ুন: this topic