অলরাউন্ডার সাকিবে ধুঁকছে রংপুর

সংবাদ
অলরাউন্ডার সাকিবে ধুঁকছে রংপুর
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

সহজ ম্যাচটি কঠিন করে তুলেছে রংপুর। ঢাকার দেয়া ১৩৮ রানের জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছে ম্যাককালামের দল। ১১ ওভারে ৫২ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে রংপুর। 

ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সাকিব আল হাসান। সঙ্গী হিসেবে পায় আবু হায়দার রনি। দুই জনই দুইটি করে উইকেট নিয়েছেন।

রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৩৭ রান করে ঢাকা। রংপুরের দুর্দান্ত বোলিংয়ে ডাইনামাইটসদের উপরের সারির ব্যাটসম্যানদের কেউই দাঁড়াতে পারেনি।

মেহেদি মারুফ ২৩ বলে তিনটি চার ও একটি ছক্কা ৩৩ রান আসে। তবে ঢাকার হয়ে লড়াই করেছেন কাপ্তান সাকিব আল হাসান। অপরাজিত ৪৭ রান করে দলকে লড়াই করার মত পুঁজি এনে দেন তিনি।

সাকিবের ইনিংসের দুটি চার ও দুটি ছক্কা দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাকিব। রংপুর বোলারদের মধ্যে দিনের সেরা বোলার ছিলেন দুটি করে উইকেট নেয়া রুবেল হোসেন ও অভিষিক্ত এবাদত হোসেন। উইকেটের দেখা পেয়েছেন স্যামুয়েল বাদ্রি, নাহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।  

আরো পড়ুন: this topic