promotional_ad

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খুলনার মুখোমুখি মাশরাফিরা

promotional_ad
বিপিএলের শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করতে রবিবার সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের চার নম্বরে অবস্থান করছে মাশরাফির দল রংপুর।

অন্যদিকে, ১০ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে সেরা চার আগেই নিশ্চিত করেছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। তবে মুখোমুখি লড়াইয়ে জয় তুলে নিয়ে মাশরাফির দল চাইবে সেরা চারে জায়গা করে নিতে।

অন্যদিকে, মাশরাফিদের বিপক্ষে জয় তুলে নিয়ে বর্তমানে টেবিলের ৩ নম্বরে থাকা  খুলনা দল চাইবে সেরা চারে নিজেদের অবস্থান পোক্ত করতে।  
এদিকে, দুই দলকে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার সাথে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়।

গতকাল ঢাকার মাঠে দিনের প্রথম ম্যাচে লো-স্কোরিং ম্যাচে ৪ উইকেটে হারতে হয় গেইল-ম্যাককালামদের। অন্যদিকে, চিটাগাংয়ের মাঠে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার কাছে ৯ উইকেটে হারতে হয়েছিলো মাহমুদুল্লাহদের।

ব্যাট বলে দুই দলই নিজেদের শেষ ম্যাচে খুব একটা আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। গতকালের ম্যাচে ঢাকায় নিজেদের প্রথম ম্যাচে গেইল-ম্যাককালামদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৯৭ রানে অলআউট হয়েছিলো রংপুর।

বল হাতে মাশরাফিরা ভালো লড়লেও শেষমেশ কুমিল্লার কাছে ৪ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় রংপুরকে। কুমিল্লার বিপক্ষে এই ম্যাচে মাশরাফিদের ব্যাটিং লাইন-আপকে বেশ নড়বড়ে মনে হয়েছিলো।

অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে মাত্র ১১১ রানে অলআউট হয় মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। বল হাতেও শফিউল-রাহিরা কুমিল্লার বিপক্ষে বলার মত কিছু করতে পারেননি। তবে নিজেদের শেষ ম্যাচে ব্যাটে-বলে দুই দলই ভুগলেও আজকের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে জয় তুলে নিয়ে সেরা চারে নিজেদের অবস্থান পাকা করতে চাইবে দুই দলই। 

সম্ভাব্য একাদশঃ 

রংপুরঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, মোহাম্মদ মিথুন, চামারা কাপুগেদারা, সোহাগ গাজী, রবি বোপারা, ইসুরু উদানা, নাজমুল ইসলাম অপু।

খুলনাঃ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসাইন শান্ত, রাইলি রুশো, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার, শফিউল ইসলাম, কাইল অ্যাবট, আবু জায়েদ। 



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball