promotional_ad

দিনের সেরা তারকাঃ সাকিব আল হাসান

promotional_ad

দিনের প্রথম ম্যাচটি ছিল লো স্কোরিং ম্যাচ। কম রানের সেই খেলায় রংপুরের ছুঁড়ে দেওয়া ৯৭ রান বহুকষ্টে অতিক্রম করে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অবশ্য ম্যাচ জিতেও উইকেট নিয়ে নাখোশ ছিলেন তামিম।



অসন্তুষ্ট ছিলেন মাশরাফিও। কুমিল্লার তরুণ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানের কাছেই চারটি উইকেট বিলিয়ে দিতে হয়েছিলো তার দলকে। চার ওভার করে মাত্র ২২ রানে চারটি উইকেট পেয়েছিলেন মেহেদী, সাথে ম্যাচসেরা তো ছিলেনই।



দিনের দ্বিতীয় ম্যাচের শুরুর গল্পটা ক্যারিবিয়ান স্পিন অলরাউন্ডার সুনিল নারিনকে নিয়ে। ক্যারিবিয়ান এই হার্ডহিটার ওপেনে নেমে ৩৪ বলে করেছেন ৬৯ রান! হাঁকিয়েছেন চারটি চার এবং ছয়টি ছয়।



promotional_ad


ডায়নামাইটসকে ২০৫ রানে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। বল হাতে তিন ওভারে দিয়েছেন ১১ রান। যদিও উইকেট পাননি কোনো। আর এদিক দিয়েই দলনেতা সাকিব আল হাসান থেকে পিছিয়ে পরেছেন তিনি।



নারিন হয়তো ম্যাচসেরা হয়েছেন ঠিকই, তবে সাকিবের পারফর্মেন্স ছিল অবিশ্বাস্য। ৬ বলে একটি করে চার ছক্কায় ১৩* রান করার পরে বোলিংয়ে দারুণ রুপ ধারন করেন সাকিব।



চার ওভারে আদায় করেন একটি মেডেন। ইনিংসের শুরুর দিকে বল করে দিয়েছেন মাত্র ৮ রান। আর উইকেট পেয়েছেন চারটি। এরমধ্যে দুটি বোল্ড, একটি লেগ বিফোর উইকেটও ছিল। 




দলকে প্লে অফে নিয়ে যেতে এই পারফর্মেন্সের সাথে ক্ষুরধার নেতৃত্ব তো আছেই। সব মিলিয়ে নারিন এবং আগের ম্যাচের ম্যাচসেরা মেহেদীকে ছাপিয়ে দিনের সেরা তারকা সাকিবই!





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball