promotional_ad

অ্যাডিলেড টেস্টের প্রথম দিন ভাগাভাগি করে নিলো দু'দল

promotional_ad

অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনশেষে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে দিনটিকে পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি ইংলিশরাও। দিন শেষ হওয়ার আগে অজিদের সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ২০৯। 



দিনের শুরুতে টসে জিতেছিল সফরকারী ইংল্যান্ড। অজিদের ব্যাটিংয়ের নিমন্ত্রন জানায় তারা। তবে শুরু থেকেই ব্যাকফুটে ছিল অজিরা। দলীয় ৩৩ রানে রানআউট হন দলের ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট(১০ রান)।



এরপরে দলীয় ৮৬ রানে ক্রিস ওকসের বলে বিদায় নেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। যাওয়ার আগে পাঁচটি চারে ৪৭ রান করেন তিনি। এরপরে হাল ধরেন উসমান খাওয়াজা এবং অধিনায়ক স্টিভ স্মিথ।



promotional_ad


১৬১ রানের মাথায় এই দুইটি উইকেটও তুলে নেয় ইংলিশ বোলাররা। আঁটটি চারে ৫৩ করা খাওয়াজাকে থামান আন্ডারসন, ওভারটনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনটি চারে ৪০ রান করা স্টিভ স্মিথ।



দিনশেষে উইকেট পাহারায় আছেন পিটার হান্ডস্কম্ব (পাঁচটি চারে ৩৮*) এবং শন মার্শ (দুটি চারে ২০*)। ইংলিশ বোলারদের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন ক্রিস ওকস, জেমস এন্ডারসন এবং ক্রেইগ ওভারটন।



উল্লেখ্য, ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই টেস্টে তাই অজিদের হারানোর জন্য মরিয়া হয়ে আছেন ইংলিশ অধিনায়ক জো রুট। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball