অ্যাডিলেড টেস্টের প্রথম দিন ভাগাভাগি করে নিলো দু'দল

সংবাদ
 অ্যাডিলেড টেস্টের প্রথম দিন ভাগাভাগি করে নিলো দু'দল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনশেষে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে দিনটিকে পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি ইংলিশরাও। দিন শেষ হওয়ার আগে অজিদের সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ২০৯। 


দিনের শুরুতে টসে জিতেছিল সফরকারী ইংল্যান্ড। অজিদের ব্যাটিংয়ের নিমন্ত্রন জানায় তারা। তবে শুরু থেকেই ব্যাকফুটে ছিল অজিরা। দলীয় ৩৩ রানে রানআউট হন দলের ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট(১০ রান)।


এরপরে দলীয় ৮৬ রানে ক্রিস ওকসের বলে বিদায় নেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। যাওয়ার আগে পাঁচটি চারে ৪৭ রান করেন তিনি। এরপরে হাল ধরেন উসমান খাওয়াজা এবং অধিনায়ক স্টিভ স্মিথ।


১৬১ রানের মাথায় এই দুইটি উইকেটও তুলে নেয় ইংলিশ বোলাররা। আঁটটি চারে ৫৩ করা খাওয়াজাকে থামান আন্ডারসন, ওভারটনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনটি চারে ৪০ রান করা স্টিভ স্মিথ।


দিনশেষে উইকেট পাহারায় আছেন পিটার হান্ডস্কম্ব (পাঁচটি চারে ৩৮*) এবং শন মার্শ (দুটি চারে ২০*)। ইংলিশ বোলারদের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন ক্রিস ওকস, জেমস এন্ডারসন এবং ক্রেইগ ওভারটন।


উল্লেখ্য, ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই টেস্টে তাই অজিদের হারানোর জন্য মরিয়া হয়ে আছেন ইংলিশ অধিনায়ক জো রুট। 

আরো পড়ুন: this topic