promotional_ad

সিনিয়রদের ব্যাপারে নির্বাচকদের অশনি সংকেত দিলেন খালেদ মাসুদ

promotional_ad

সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে কখনোই দেশের ক্রিকেটের অগ্রসর হবে না, বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। চ্যানেল নাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,

"সিনিয়র ক্রিকেটারকে সরিয়ে বিসিবি নতুন ক্রিকেটার নিয়ে আসে। তারা বলে নতুন ক্রিকেটারই নাকি ভবিষ্যৎ! কিন্তু সিনিয়রকে তো ব্যবহার করতে জানতে হবে। তাকে জানাতে হবে তুমিই আমাদের মূল ক্রিকেটার।

সাকিব আল হাসান যদিও অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলেন, যদিও দলে এখনো কিছু সিনিয়র আছে যাদের আত্মবিশ্বাস যোগানোর জন্যই কিন্তু ম্যানেজমেন্ট।"

একইসঙ্গে তিন ফরম্যাটে বিশেষজ্ঞ ক্রিকেটার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন খালেদ মাসুদ। তার মতে, দেশে নতুন ক্রিকেটার পর্যাপ্ত না থাকায় বা যারা আছে তাদের ব্যবহার না হওয়ায় দারুণ সংকটে ভুগছে দেশের ক্রিকেট। জানিয়েছেন,

"টেস্ট, ওয়ানডে বা টি-টুয়েন্টির নব্বই ভাগ ক্রিকেটারই একই। এরা একইসঙ্গে তিন ফরম্যাটে খেলছে। সাকিব, তামিম বা মুশফিকের হয়তো তিন ফরম্যাটেই দরকার আছে।

কিন্তু বাকিদের খেতে বিশেষজ্ঞ ক্রিকেটার খুঁজে বের করা জরুরী। এসব কারণে দেশের ক্রিকেটে নতুন ক্রিকেটার অনেক দরকার, যা এই মুহূর্তে আসছে না।"

একইসঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটার দলে না থাকার কারণও জানতে চান তিনি। এসব ক্ষেত্রে ক্রিকেট বোর্ডকে আরও বেশি দায়িত্বশীল এবং দূরদৃষ্টিসম্পন্ন হওয়ার পরামর্শ তার। সাবেক এই অধিনায়ক বলেছেন,

"মিথুন আলী, আনামুল হক বিজয়, সোহাগ গাজীর মতো অনেক ক্রিকেটার আছেন যারা একবছর আগেও দলে ছিল; কিন্তু এখন নেই। অফফর্মের কারণে তারা বাদ পরেছে ঠিকই।
 
কিন্তু কিছু ক্রিকেটার এখনো অফফর্ম নিয়ে খেলে যাচ্ছে। তো আমার প্রশ্ন হল ওদের যেহেতু বাদই দিবেন, প্রথমে তাহলে সুযোগ দিলেন কেন? এসব ব্যাপারে আমাদের অনেক আপডেট হতে হবে। আমাদের পরিকল্পনা বড় হওয়া উচিত।





promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball