promotional_ad

জাকির-আফিফের ভূয়সী প্রশংসায় ইংলিশ অলরাউন্ডার

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রতি আসরেই তারকা বিদেশী ক্রিকেটারদের মিলনমেলা দেখা যায়। এবারের আসরেও তার ব্যতিক্রম নয়।  এবারের আসরে খেলতে আসা তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন ইংলিশ অলরাউন্ডার লুক রাইটও। সম্প্রতি বিপিএল প্রসঙ্গে তিনি কথা বলেছেন দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমে। 


বিগব্যাশ বা অন্যান্য জনপ্রিয় লীগের সাথে বিপিএলকে তুলনা করতে বলা হলে রাইট জানিয়েছেন অস্ট্রেলিয়া কিংনা অন্য দেশের ভিন্ন কন্ডিশনের সাথে বিপিএলের তুলনা করা কঠিনই বৈকি। তাঁর ভাষ্যমতে, 'বিপিএলের মান খুব ভালো। দিনে দিনে আরো ভালো হচ্ছে। তবে অস্ট্রেলিয়া বা অন্য দেশের ভিন্ন কন্ডিশনের সঙ্গে এর তুলনা করা কঠিন।'


দিন দিন বিপিএল বেশ উন্নতি করছে বলেও মনে করেন ইংলিশ অলরাউন্ডার রাইট। শুধু তাই নয়, বিপিএলের কারণে বাংলাদেশের ক্রিকেটেও উন্নতি সাধন হচ্ছে। এক্ষেত্রে রাজশাহী কিংসের জাকির হাসান ছাড়াও রাইট ভূয়সী প্রশংসা করেছেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবেরও। রাইট বলেন,     



promotional_ad

'প্রতিবার এখানে এসে যেমন দেখছি, তাতে মনে হয় ধীরে ধীরে বিপিএলের মান বেশ উন্নত হচ্ছে। বিপিএলের কারণে বাংলাদেশ ক্রিকেট বদলে যাচ্ছে। উঠে আসছে অনেক তরুণ ক্রিকেটার। যারা ভবিষ্যতে বাংলাদেশের হয়ে দারুণ কিছু করবে। জাকিরের কথা তো বললাম। অন্য দলের তরুণদের মধ্যে আফিফকে দেখছি। সে খুব ভালো খেলছে। অনূর্ধ্ব-১৯ পর্যায়েও নাকি খুব ভালো পারফর্মার ছিলো আফিফ। আশা করি সে বাংলাদেশ জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করবে।'


একই দলে থাকার কারণে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকিরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন লুক রাইট। প্রথম দিন থেকেই জাকির খেলার প্রতি সিরিয়াস ছিলো বলে জানান এই ইংলিশ তারকা ক্রিকেটার। তাঁর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলেও মনে করেন তিনি। রাইট বলছিলেন, 


'আসলে বেশ কয়েকটি দলেই ভালো ভালো তরুণ ক্রিকেটার আছে। কিন্তু আমি জাকির ও আফিফকে তুলনামূলক কাছ থেকে দেখেছি। অন্যদের সেভাবে দেখা হয়নি। জাকিরকে প্রথম দিন থেকেই দেখেছি যে, সে খুব সিরিয়াস। সে কিপিংও করে, আমি বিশ্বাস করি তার খুব ভালো ভবিষ্যত সামনে পড়ে আছে। আশা করি কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলে খেলবে।'



আগামীতে জাতীয় দলে খেলার যোগ্যতাও অর্জন করবেন জাকির হাসান বলে বিশ্বাস লুক রাইটের। ব্যাটিং ছাড়াও উইকেটকিপিংয়ের দিক থেকেও সম্ভাবনাময় এক ক্রিকেটার বলে জাকিরকে অভিহিত করলেন ৩২ বছর বয়সী রাইট। বললেন,  


'আমি বিশ্বাস করি জাকির জাতীয় দলের হয়ে খেলবে। কারণ তার মধ্যে খুবই সিরিয়াস প্রতিভা আছে। সে সম্ভাবনাময় তরুণ। ব্যাটিংয়ের সঙ্গে সে কিপিংও করে, আমি অবশ্য তাকে কিপিং করতে দেখিনি। সব মিলিয়ে আমি মনে করি তাকে বাংলাদেশ দলে দেখতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball