বিপিএল দারুণ উপভোগ করছেন রাইট

বিপিএল-৫
বিপিএল দারুণ উপভোগ করছেন রাইট
Author photo
তামজিদুর রহমান

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলতি আসরে রাজশাহী কিংসের হয়ে মাঠ মাতাতে এসেছে ইংলিশ অলরাউন্ডার লুক রাইট। এর আগে প্রথমবার বিপিএলে তিনি খেলেছিলেন ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে।

এবারের আসরে খেলতে এসে সময়টা বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে।  যদিও তাঁর দল খুব বেশি ভালো করতে না পারায় কিছুটা হতাশ রাইট।

বর্তমানে ১০ ম্যাচে মাত্র ৪টি জয়  নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমে অবস্থান করছেন লুক রাইটের দল রাজশাহী। তবে এতে সন্তুষ্ট নন ইনিংশ অলরাউন্ডার। আরো কয়েকটি ম্যাচে জয় পেলে বেশ ভালো হতে পারতো বলে মনে করেন রাইট।  তিনি বলেন,

'খুব ভালো সময় যাচ্ছে। বিপিএলও উপভোগ করছি। কিন্তু দল যেহেতু খুব ভালো করতে পারছে না, বিপিএল উপভোগ করা তাই একটু কঠিন। যদি আরো কয়েকটা ম্যাচ জিততে পারতাম, সব কিছু আরো দুর্দান্ত হতো। আমার মনে হয় বিপিএলে যে দলগুলো খেলছে, তারা প্রত্যেকেই খুব ভালো দল। ফলে প্রত্যেকেই প্রত্যেককে হারাচ্ছে।'

শুধু বিপিএলেই নয়, বিগব্যাশ-পিএসএল এবং আইপিএলের মতো বড় বড় টুর্নামেন্টে খেলেছেন লুক রাইট। বিশ্বের জনপ্রিয় সেসব টুর্নামেন্টের সাথে বিপিএলের পার্থক্য জানতে চাইলে সেভাবে তুলনা করতে চাইলেন না তিনি।

বললেন,  'তুলনা করা আসলে কঠিন। কারণ কন্ডিশনসহ অন্যান্য ব্যাপারগুলো মহাদেশভেদে ভিন্ন। এখানে, বাংলাদেশে অনেক তরুণ প্রতিভা উঠে আসছে।'

এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে যেমন দেখেছিলেন এবারের আসরেও সেসময়ের থেকে খুব বেশি পরিবর্তন আসেনি বিপিএলে বলে মনে করেন রাইট। বিশেষ করে দেশের স্থানীয় ক্রিকেটাররা অনেক বেশি উন্নতি করছে বলে বিশ্বাস এই ইংলিশ অলরাউন্ডারের। তাঁর ভাষায়,   

'২০১২ সালে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলতে এসে যেমন দেখেছিলাম, আর এখন যেমন দেখছি; তাতে আমার এটাই মনে হচ্ছে। বাংলাদেশের স্থানীয়রা খুব উন্নতি করছে।'

বিশেষ কোনো ক্রিকেটারের নাম বলতে গিয়ে রাজশাহী কিংসের উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানের কথাই উল্লেখ করেছেন লুক রাইট। জাকিরের মতো ব্যাটিং প্রতিভা বিপিএল থেকে আরো উঠে আসবে বিশ্বাস তাঁর। রাইট বলেন,  'এই বিপিএলে আমি জাকিরকে (জাকির হাসান, রাজশাহী কিংস) দেখলাম। খুব ভালো প্রতিভা। ওর মতো অনেকেই উঠে আসছে।'

অবশ্য নেতিবাচক দিকটিও তুলে ধরেছেন রাইট। জানিয়েছেন ব্যাটিং কিংবা বোলিং ভালো হলেও এবারের বিপিএলে ফিল্ডিং খুব একটা ভালো হচ্ছে না ক্রিকেটারদের। বিশেষ করে প্রতি ম্যাচেই চার-পাঁচটি ক্যাচ হাতছাড়া হচ্ছে যা আসলেই হতাশাজনক। এক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা দেখছেন ৩২ বছর বয়সী লুক রাইট। তাঁর বক্তব্য, 

'বিপিএলে ফিল্ডিং ততোটা ভালো নয়। প্রতিটি ম্যাচেই চার-পাঁচটা ক্যাচ পড়তে দেখা যাচ্ছে। আমার মনে হয় এখানে আরো উন্নতি করা দরকার।'

আরো পড়ুন: this topic