নিষেধাজ্ঞা থেকে মুক্ত ডিকওয়েলা
ছবি: সংগৃহীত
এরপরই তাকে কঠোর শাস্তি দেয়া হয়। তবে তিন মাস পেরুতেই তার শাস্তি তুলে দেয়া হয়েছে। শাস্তি পাওয়ার পরই আপিল করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি আত্মপক্ষ সমর্থন করে কিছু প্রমাণও পেশ করেছিলেন। তার ভিত্তিতেই শাস্তি তুলে নেয়া হয়েছে।
ডিকোওয়েলার দাবি টুর্নামেন্ট চলাকালীন কোনো নিষিদ্ধ ঔষধ সেবন করেননি তিনি। এমনকি যা খেয়েছিলেন তা কোনোভাবেই পারফরম্যান্স বুস্টারও নয়। তার সেবন করা ঔষধের মধ্যে এমন কিছু ছিল না। এরপর আবারও ক্রিকেটে ফেরার অনুমতি চান তিনি।
আর তাতেই সুখবর পেলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেট। ডিকওয়েলা চলতি বছর লঙ্কানদের হয়ে কোনো ম্যাচে খেলতে পারেননি। এ বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকলেও কোনো ম্যাচে খেলা হয়নি তার। লঙ্কানদের হয়ে ডিকওয়েলা সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের মার্চে।
ক্যারিয়ারে এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ডিকওয়েলা। ২০২১ সালে করোনাকালীন সময়ে বায়ো-বাবল প্রটোকল ভঙ্গের দায়ে নিষিদ্ধ হওয়া শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের একজন ছিলেন তিনি। তার বিরুদ্ধে দলের শ্রীঙ্খলা ভঙ্গের অভিযোগও এসেছে একাধিকবার।