শেষ ওভারে ১৫ রান দিয়ে আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ছবি: সংগৃহীত
স্বর্ণা আক্তারের করা শেষ ওভারের প্রথম বলেই রান আউটে বিদায় নেন দুই রান করা আরলেনে ক্যালি। পরের ডেলিভারিতে দৌড়ে দুই রান নেন সেট ব্যাটার ডেলানি। পরের তিন বলে তিনটি চার হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডেলানি।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আইরিশরা। ওপেনিং জুটিতে ৫৫ রান তোলে দলটি। জান্নাতুল ফেরদৌস হান্টারকে ২৮ রানে বোল্ড করলে এই জুটি ভাঙে। এরপর ২১ রানে গ্যাবি লুইস, শূন্য রানে লিয়া পল ও ১১ রানে ওরলা প্রেন্ডারগাস্ট ফিরলে চাপে পড়ে দলটি।
শেষ পর্যন্ত ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলটিকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডেলানি। রেবেকা স্টকেল করেন ১৯ রান। বাংলাদেশের হয়ে ১৭ রান খরচায় দুই উইকেট নেন রাবেয়া খান। একটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও জান্নাতুল।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাঘিনীরা। ওপেনিং জুটিতে ২৪ বলে ৩৩ রান তোলেন মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি। মুর্শিদা ১২ রানে আউট হলেও বাংলাদেশের পাওয়ার প্লে থেকে আসে ৪৯ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখান সোবহানা এবং শারমিন আক্তার। ৫৮ বলে ৭১ রান তোলেন এই দুজন। অ্যামি মাগুইরের বলে স্টাম্পিং হয়ে যাওয়ার আগে ৩৩ বলে চারটি চারে ৩৪ রান আসে শারমিনের ব্যাটে।
ভালো খেলেও এ দিন হাফ সেঞ্চুরি পাননি সোবহানা। এলবিডাব্লুউর ফাঁদে পড়ে ৪৫ রানে বিদায় নেন তিনি। ইনিংসে ছিল ছয়টি চারের মার। শেষ ৮ ওভারে মাত্র ২৯ রান করতে পারে বাংলাদেশ। এ সময় ৬ উইকেট হারায় দলটি।
নিগার সুলতানা জ্যোতি আট, স্বর্ণা আক্তার চার, রিতু মনি শূন্য ও নাহিদা আক্তার এক রানে বিদায় নিলে বিপদে পড়ে দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেটে ১২৩ রান করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন ওরলা প্রেন্ডারগাস্ট। দুটি উইকেট তুলে নেন অ্যামি মাগুইর।