অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের রংপুর
ছবি: সংগৃহীত
লিগ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে রংপুর রাইডার্সের জয় না পাওয়ার কোন কারণই ছিল না। তবুও নিজেদের হতশ্রী ব্যাটিংয়ে হেরে শুরুতেই বিদায় নেয়ার উপক্রম হয়েছিল বাংলাদেশের প্রতিনিধিদের। তবে শেষ দুই ম্যাচ জিতে প্রথমবার আয়োজিত গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নেয় রংপুর। ফাইনালে একাদশ সাজাতে পারবে কিনা এমন শঙ্কা জেঁকে ধরেছিল তাদের। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্র পাওয়ায় খেলার সুযোগ মেলে সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেনদের।
টানা ৮ জয়ে সবার আগে প্লে-অফে রংপুর
১৭ জানুয়ারি ২৫ফাইনালে জেতার জন্য যেমনটা খেলা প্রয়োজন সৌম্য যেন তেমনটাই খেললেন। ৫ ছক্কা ও ৭ চারে ৫৪ বলে অপরাজিত থাকলেন ৮৬ রানের ইনিংস খেলে। আরেক ওপেনার স্টিভেন টেলর ফেরার আগে খেলেছেন ৬৮ রানের ইনিংস। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি পাওয়া রংপুরের জয়ের জন্য বাকি কাজটা সেরেছেন স্পিনাররা। ক্রিকেট ভিক্টোরিয়ার ব্যাটারদের জ্বলে উঠতে দেননি হারমীত সিং, রিশাদ, শেখ মেহেদী ও সাইফ হাসান। অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে জয়ের জন্য ১৭৯ রান তাড়ায় ভালো শুরুর আভাসই দিয়েছিলেন ব্লেক ম্যাকডোনাল্ড ও জো ক্লার্ক। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হতে দেননি কামরুল ইসলাম। ডানহাতি পেসারের বলে হারমীতের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৬ রান করা ম্যাকডোনাল্ড। তিনে নেমে সুবিধা করতে পারেননি সঞ্জয় কৃষ্ণমূর্তি। পরের দুই ব্যাটার জোনাথন ওয়েলস ও স্কট এডওয়ার্ডসকেও টিকতে দেননি রংপুরের বোলাররা। একটু পর ফিরে গেছেন ওপেনার ক্লার্কও।
৪০ রানের ইনিংস খেলা ব্যাটারকে হাফ সেঞ্চুরি করতে দেননি মেহেদী। ডানহাতি অফ স্পিনারের বলে নুরুল হাসান সোহানের গ্লাভসে ক্যাচ দিয়েছেন তিনি। ক্লার্ক ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভিক্টোরিয়ার ব্যাটিং অর্ডার। রংপুরের স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। চ্যাম্পিয়ন রংপুরের হয়ে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন হারমীত। দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী, রিশাদ ও সাইফ।
২৬ রানে তানজিমের এক উইকেট, গায়ানার জয়
৩ ডিসেম্বর ২৪এর আগে ব্যাটিংয়ে নেমে রংপুরকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সৌম্য ও টেলর। পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৪০ রান তোলেন। শুরুটা দেখেশুনে হলেও পরবর্তীতে দ্রুত রান তোলায় মনোযোগ দেন তারা দুজন। ১২.১ ওভারে গিয়ে দলের একশ রান পূরণ করেন সৌম্য ও টেলর। গ্লোবাল সুপার লিগের এবারের আসরে রংপুরের এটি প্রথম একশ রানের উদ্বোধনী জুটি। এদিকে দারুণ ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। আরেক ওপেনার টেলর পঞ্চাশ ছুঁয়েছেন ৪৪ বলে।
যুক্তরাষ্ট্রের ওপেনারকে ফিরিয়ে ভিক্টোরিয়াকে প্রথম উইকেট এনে দেন কারিমা গোরে। বাঁহাতি টেলর ফিরেছেন ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে। তিনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ।ওয়েইন ম্যাডসেনও ব্যাট হাতে প্রত্যাশিত রানের দেখা পাননি। তবে শেষ পর্যন্ত টিকে ছিলেন সৌম্য। খেলেছেন ৮৬ রানের অনবদ্য এক ইনিংস। সৌম্যর এমন ব্যাটিংয়ে ১৭৮ রানের পুঁজি পায় রংপুর। ভিক্টোরিয়ার হয়ে একটি করে উইকেট পেয়েছেন গোরে, ডমিনিক ড্রেকস এবং ম্যাক্স ব্রিথশেল।