১৫ বছর পর গুলের রেকর্ড ভাঙলেন মুকিম, পাকিস্তানের সিরিজ জয়
ছবি: সংগৃহীত
বুলাওয়েতে আগে ব্যাটিংয়ে নেমে ৪.২ ওভার পর্যন্তও জিম্বাবুয়ের রান ছিল বিনা উইকেটে ৩৭। এরপর মাত্র ৮.২ ওভার অর্থাৎ ৫০ বলের মধ্যে জিম্বাবুয়ে তোলে মাত্র ২০ রান, হারায় সবগুলো উইকেট। ১২.৪ ওভারে যাত্রা থেমেছে দলটির।
নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হলো দলটি। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম গড়েছেন ইতিহাস। ২.৪ ওভার বোলিং করে মাত্র তিন রান দিয়ে পাঁচটি উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
পাকিস্তানের টি–টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিং ফিগার এটিই। ১৫ বছর আগে, ২০০৯ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন গুল। এতদিন বহাল তবিয়তেই ছিল তার রেকর্ড।
মুকিমের এমন বোলিংয়ের দিনে দুটি উইকেট নেন আব্বাস আফ্রিদি, একটি করে উইকেট আবরার আহমেদ, হারিস রউফ ও সালমান আঘার। জিম্বাবুয়ের হয়ে ব্রায়ান বেনেট করেন ইনিংস সর্বোচ্চ ২১ রান, আরেক ওপেনার টি মারুমানি করেন ১৬ রান।
শীর্ষ দুই ব্যাটার ছাড়া বাকিদের রান ছিল এক অঙ্কের ঘরে। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ওপেনাররা মোটেও সময় নেননি। তাদের সৌজন্যে ৫.৩ ওভারে দশ উইকেটের জয় নিশ্চিত করে দলটি। ওপেনার ওমাইর ইউসুফ ১৫ বলে ২২ রানে ও সাইম আইয়ুব ১৮ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন।