promotional_ad

শান্ত-হৃদয়কে ছাড়াই ওয়ানডে দল, এক বছর পর ফিরলেন আফিফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
কুঁচকির চোট এখনও সেরে ওঠেনি নাজমুল হোসেন শান্তর। এর ফলে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এবার ওয়ানডে সিরিজেও ছিটকে গেছেন শান্ত।

promotional_ad

তাকে ছাড়াই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় না থাকায় রাখা হয়নি সাকিব আল হাসানকে। এদিকে চোটের কারণে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও।


দলে নেই তাওহীদ হৃদয়ও। তিনিও চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই। তিনি অনুশীলনের সময় চোটে পড়েছেন বলে জানা গেছে। এদিকে ১ বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে।


সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গত মাসে আফগানদের বিপক্ষে সিরিজের স্কোয়াড না থাকা অনেকেই ফিরেছেন এই সিরিজের দলে। এর মধ্যে পেসার তানজিম হাসান সাকিব, লিটন দাস ও হাসান মাহমুদ ফিরেছেন ওয়ানডে দলে।


promotional_ad

এদিকে বাংলাদেশের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলে ফেললেও ওয়ানডে খেলা হয়নি পারভেজ হোসেন ইমনের। এর আগে বেশ কয়েকবার প্রাথমিক দলে থাকলেও এবার চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন তিনি। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর।


বাংলাদেশ দল:


মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball