শান্ত-হৃদয়কে ছাড়াই ওয়ানডে দল, এক বছর পর ফিরলেন আফিফ
ছবি: সংগৃহীত
তাকে ছাড়াই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় না থাকায় রাখা হয়নি সাকিব আল হাসানকে। এদিকে চোটের কারণে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও।
দলে নেই তাওহীদ হৃদয়ও। তিনিও চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই। তিনি অনুশীলনের সময় চোটে পড়েছেন বলে জানা গেছে। এদিকে ১ বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গত মাসে আফগানদের বিপক্ষে সিরিজের স্কোয়াড না থাকা অনেকেই ফিরেছেন এই সিরিজের দলে। এর মধ্যে পেসার তানজিম হাসান সাকিব, লিটন দাস ও হাসান মাহমুদ ফিরেছেন ওয়ানডে দলে।
এদিকে বাংলাদেশের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলে ফেললেও ওয়ানডে খেলা হয়নি পারভেজ হোসেন ইমনের। এর আগে বেশ কয়েকবার প্রাথমিক দলে থাকলেও এবার চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন তিনি। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর।
বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।