ফরহাদের বিদায়ী ম্যাচে রাজশাহীর জয়
ছবি: সংগৃহীত
নাবিল সামাদ ২ ও সফর আলী ৩ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং শুরু করেছিলেন। তবে নাবিলকে ইনিংস বড় করতে দেননি রাজশাহীর ফিল্ডাররা। সিলেট বিভাগের এই ব্যাটার রান আউট হয়েছেন। এরপর নাইম আহমেদ ২ রান করে নহিদা উজ্জামানের শিকার হলে হার নিশ্চিত জয় সিলেটের।
জাতীয় লিগ টি-টোয়েন্টির আগে ফিটনেস টেস্টে পাস তামিম
৩ ডিসেম্বর ২৪এর মধ্যে দিয়ে নিহাদ ৫ উইকেট তুলে নিয়েছেন। ম্যাচ শেষ করেছেন ২৪ রানে ৫ উইকেট নিয়ে। এ ছাড়া পেসার শফিকুল ইসলাম নিয়েছেন ৩টি উইকেট। আর একটি উইকেট গেছে মেহরব হোসেনের ঝুলিতে। ২০১ রানের লক্ষ্যে ব্যাট করা সিলেটের রানের অর্ধেকই করেছেন অধিনায়ক অমিত হাসান।
প্রথম ইনিংসে ৫৩ ও দ্বিতীয় ইনিংসে ৭১ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। এবারের জাতীয় লিগে তরুণ এই ব্যাটার বেশ ভালোভাবেই নজর কেড়েছেন। তিনি লিগ শেষ করেছেন ৭৮৫ রান নিয়ে। তার এমন ফর্মের সুবাদে এক রাউন্ড আগেই চ্যাম্পিয়ন হয়েছে সিলেট।
এদিকে রাজশাহীর জন্য ম্যাচটি বিশেষ কিছু ছিল আরেকটি কারণে। এই ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলেছেন ফরহাদ রেজা। শেষবার ব্যাটিংয়ে নামার আগে দুই দলের ক্রিকেটাররাই তাকে গার্ড অব অনার দিয়েছেন। তবে বিদায়টা সুখকর ছিল না।
আউট হয়েছেন প্রথম বলেই। সিলেটের পেসার সফর আলীর ইনসুইংয়ে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৪৪ ম্যাচ খেলেছেন তিনি। ২২৫তম ইনিংসে শূন্য রান করেই ফিরলেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হলেও সতীর্থরা তাকে জয় দিয়েই বিদায় দিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে ফরহাদের ব্যাট থেকে এসেছিল ৭ রানের ইনিংস। অবশ্য সাব্বির হোসেনের সেঞ্চুরিতে ভর করে ২২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল রাজশাহী। জবাবে ২১২ রান করে প্রথম ইনিংসে অল আউট হয়েছিল ২১২ রান করে। দ্বিতীয় ইনিংসে রাজশাহী অল আউট হয় ১৮৬ রানে। যদিও তাদের লক্ষ্য ছিল ২০১ রানের।