promotional_ad

দুটি দায়িত্বে থেকেও মিসবাহর সঙ্গে নিজের তুলনা চান না আকিব জাভেদ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বছরখানেক আগে কোচ ও নির্বাচকের দায়িত্ব একই সঙ্গে পালন করায় মিসবাহ-উল-হাকের তীব্র সমালোচনা করেছিলেন আকিব জাভেদ। সময়ের পরিক্রমায় সেই আকিব এখন পাকিস্তানের প্রধান কোচ। আবার নির্বাচক কমিটিতেও আছেন তিনি। তবে মিসবাহর থেকে নিজের বিষয়টি একটু আলাদা বলে দাবি করছেন তিনি।


পাকিস্তান ক্রিকেটে বরাবরই দেখা যায় রদবদল। গত কয়েকমাসেও তার ব্যতিক্রম হয়নি। কিছুদিন আগেই গ্যারি কারস্টেন দলটির সীমিত ওভারের ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন। এরপর ভারপ্রাপ্ত কোচ হিসেবে সেই দায়িত্ব নেন টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পি।



promotional_ad

এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় আকিবকে। পাশাপাশি নির্বাচক হিসেবে আগের দায়িত্বও পালন করে যাবেন সাবেক এই পেসার। মিসবাহ থেকে নিজেকে 'আলাদা' দাবি করছেন এই কোচ।


তার যুক্তি, 'আপনি যেসব ঘটনা বললেন, সেগুলোর চেয়ে আমার ব্যাপারটি একটু ভিন্ন। (মিসবাহর মতো) আমি প্রধান নির্বাচক নই, নির্বাচক প্যানেলের অংশ। আমি এটাকে কোনো সমস্যা হিসেবে দেখি না, কারণ আমরা সবাই চাই এমন ক্রিকেটারদের বেছে নিতে, যারা পাকিস্তানের হয়ে সেরাটা দেবে।'


সমালোচনা মেনে নেয়ার মানসিকতা নিয়ে তিনি আরও বলেন, 'সমালোচনা অনিবার্য এবং সেটা যৌক্তিকও হতে পারে। লোকে প্রশংসা করবে নাকি সমালোচনা, এটিও একজন ক্রিকেটারের নিয়ন্ত্রণেই থাকে। দলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সমালোচনা ও প্রশংসা নির্ভর করবে আমাদের পারফরম্যান্সের ওপর। সমালোচনা যদি প্রাপ্য হয়, সবার আগে আমিই মেনে নেব।'



একইদিনে পাকিস্তান দল নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন আকিব। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় আপাতত ওয়ানডে দল নিয়েই বেশি ভাবতে চান তিনি। টি-টোয়েন্টি ক্রিকেট দল নিয়েও ভিন্ন পরিকল্পনা আছে তার।


আকিব আরও বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের মূল মনোযোগ এখন ওয়ানডে ক্রিকেটে। এই সংস্করণে থিতু একটি দল দেখতে পাবেন আপনারা। টি-টোয়েন্টিতেও বদলের ছাপ দেখতে পাবেন আপনারা। জিম্বাবুয়ে সিরিজে আমরা নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছি। তাদের জন্য সুযোগ লুফে নেওয়ার বার্তা এটি। নতুনদের সুযোগ না দিলে বিকল্প ক্রিকেটার গড়ে তোলা যাবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball