promotional_ad

বাভুমা-জেনসেনকে ফিরিয়ে সাউথ আফ্রিকার টেস্ট দল

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় কনুইয়ের চোটে পড়েছিলেন টেম্বা বাভুমা। এরপর থেকেই মাঠের বাইরে আছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। দলের সঙ্গে বাংলাদেশ সফরে এলেও দুই টেস্টের সিরিজে খেলা হয়নি বাভুমার। পুরোপুরি সেরে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে ডাগ আউটে বসে থাকতে হয়েছে ডানহাতি এই ব্যাটারকে।


অবশেষে চোট কাটিয়ে মাঠে ফিরছেন বাভুমা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ফেরানো হয়েছে সাউথ আফ্রিকার অধিনায়ককে। ১৪ সদস্যের টেস্ট দলে বাভুমার পাশাপাশি ফেরানো হয়েছে জেরাল্ড কোয়েতজে এবং মার্কো জেনসেনকে। দুজনই ফিরেছেন ১১ মাস পর। নিয়মিত ১৫ জনের দল দিলেও ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার সময় দিতে ১৪ জনের দল দিয়েছে সাউথ আফ্রিকা।



promotional_ad

এ প্রসঙ্গে সাউথ আফ্রিকার বিবৃতিতে প্রধান কোচ শুকরি কোনরাড বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এবং লড়াই করতে আমরা যতটা সম্ভব শক্তিশালী স্কোয়াড বেছে নিয়েছি। পুনর্বাসন শেষে দলে ফিরে টেম্বা দলকে নেতৃত্ব দেবে এটা দারুণ ব্যাপার। তার নেতৃত্বগুণ ও স্কিল দলের জন্য অমূল্য। এগিয়ে এসে বাংলাদেশ সিরিজ চলাকালীন নেতৃত্ব দিয়ে সফলতা পাওয়ায় আমি এইডেন মার্করামকেও ধন্যবাদ দিতে চাই।’


‘মার্কো এবং জেরাল্ডকে আবারও টেস্ট দলে স্বাগতম জানানো দারুণ ব্যাপার। কন্ডিশন প্রোগ্রামে তারা দুজনে কঠোর পরিশ্রম করেছে এবং তাদেরকে ফিরতে দেখে ভালো লাগছে। দলের জন্য অবদান রাখতে তারাও প্রস্তুত। নিয়মিত ১৫ স্কোয়াড ঘোষণা করলেও এবার আমরা ১৪ জনকে বেছে নিয়েছি। যাতে নিজেদের প্রোভিন্সিয়াল দলের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে পারে।’


বাংলাদেশ সফরে থাকলেও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে জায়গা হয়নি ড্যান পাইটের। স্পিনার হিসেবে লঙ্কানদের বিপক্ষে রয়েছেন কেশভ মহারাজ, সেনুরান মুতুসামি। পেসার হিসেবে কোয়েতজে এবং জেনসেনের সঙ্গে আগের সিরিজে খেলা কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন ও উইয়ান মুল্ডার থাকছেন। ২৭ নভেম্বর ডারবানে প্রথম টেস্ট, দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৫ ডিসেম্বর ক্যানবেরায়।



সাউথ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, জেরাল্ড কোয়েতজে, টনি ডি জর্জি, মার্কো জেনসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন এবং কাইল ভেরেইনা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball