promotional_ad

দুই বছর পর শ্রীলঙ্কা দলে এমবুলদেনিয়া

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দুই বছর পর শ্রীলঙ্কা দলে ফিরলেন লাসিথ এমবুলদেনিয়া। দলে রাখা হয়েছে অফস্পিনার নিশান পেইরিসকেও।


তাকে জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন অফস্পিন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। প্রবাথ জয়সুরিয়া দারুণ ফর্মে থাকার পরেও সাউথ আফ্রিকার মাটিতে বাড়তি দুই স্পিনার দলের সঙ্গে নিচ্ছে শ্রীলঙ্কা।



promotional_ad

গত সপ্তাহে, শ্রীলঙ্কার দশ ক্রিকেটারকে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একটি প্রি-সিরিজ ক্যাম্পে অংশ নিতে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয় শ্রীলঙ্কা।


ডারবানে যাওয়া এই ক্রিকেটারদের মধ্যে ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল এবং প্রবাথ জয়সুরিয়া। প্রত্যাশিতভাবেই এই দশ ক্রিকেটার স্কোয়াডে আছেন। বাকি খেলোয়াড়রা ২২ নভেম্বরের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন।


কিংসমিডে দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ২৭ নভেম্বরে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৫ ডিসেম্বর, ভেন্যু সেন্ট জর্জ পার্ক। দুটি টেস্টই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।



শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড-


ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস , কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়সুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এমবুলদেনিয়া, মিলন রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball