promotional_ad

শেষের পথে গিলেস্পি অধ্যায়, পাকিস্তানের কোচ হচ্ছেন আকিব জাভেদ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিছুদিন আগেই পাকিস্তানের সাদা বলের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন গ্যারি কারস্টেন। এবার লাল বলের কোচিং থেকে সরানো হচ্ছে জেসন গিলেস্পিকে। পাকিস্তানের গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে এমনই সংবাদ।


পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে গিলেস্পির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ও খবর দেখে একটি বিবৃতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরের সিরিজেও এই অজিই কোচ থাকছেন বলে নিশ্চিত করা হয় সেখানে। তবে এরপরে গিলেস্পির ভবিষ্যৎ কী সেটা জানানো হয়নি।



promotional_ad

সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবি বলেছে,'“আগে যেমন ঘোষণা দেয়া হয়েছিল, সাউথ আফ্রিকাতে দুটি লাল বলের ম্যাচে দলের কোচ হিসেবে চালিয়ে যাবেন জেসন গিলেস্পিই।'


পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে গিলেস্পির সঙ্গে পিসিবির চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। স্বাভাবিকভাবেই সেই পর্যন্ত দলের সঙ্গে থাকার কথা তার। বর্তমানে সাদা বলের কোচ হিসেবেও কাজ করছেন তিনি।


তার অধীনে এরই মাঝে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। ২-১ ব্যবধানে জয় এসেছে সেখানে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের ইতিহাসও গড়ে পাকিস্তান।



তবুও ঘনঘন কোচ পরিবর্তন যেন দলটির সঙ্গে মিশে গেছে। ইএসপিএনক্রিকইনফোর খবর গিলেস্পির জায়গায় দায়িত্ব দেয়া হচ্ছে আকিব জাভেদকে। সাবেক এই পেসার এখন পাকিস্তানের নির্বাচক কমিটির সদস্য। সোমবারই তাকে কোচ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।


মূলত কিছুদিন আগে আকিবকে নির্বাচক কমিটিতে আনার পর থেকেই গিলেস্পির সঙ্গে বোর্ডের টানাপোড়েন শুরু হয়। দল নির্বাচন থেকে শুরু করে সবকিছুতে কোচের ক্ষমতা কমিয়ে দেয় পিসিবি। এটাতেই নাখোশ ছিলেন গিলেস্পি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball