রউফের তোপের পর সাইম-শফিকের ব্যাটে সমতায় পাকিস্তান

সংবাদ · পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ
রউফের তোপের পর সাইম-শফিকের ব্যাটে সমতায় পাকিস্তান
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেট হারিয়ে এগিয়ে গিয়েছিল অজিরা। তবে দ্বিতীয় ওয়ানডে অজিরা লড়াই করতেই ব্যর্থ হয়েছে। হারিস রউফের বোলিং তোপে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে পাকিস্তান। ফলে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

হাতের নাগালে লক্ষ্য পেয়ে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। দুজনে গড়েন ১৩৭ রানের জুটি। মূলত এই জুটিই অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয়। সাইম আউট হয়েছেন ৮২ রান করে অ্যাডাম জাম্পার শিকার হয়ে।

এরপর শফিক ৬৪ ও বাবর আজম ১৫ রান করে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ১৪১ বল হাতে রেখেই এই ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। বলের হিসেবে যা অজিদের বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় জয়। 

এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে অজিরা। অ্যাডিলেডের উইকেটে এদিন ঘাসের ছোঁয়া ছিল বেশ। সেই সুবিধা কাজে লাগিয়েছেন পাকিস্তানের পেসাররা। বিশেষ করে টপ অর্ডারে আঘাত হানেন পাকিস্তানের আরেক পেসার শাহীন শাহ আফ্রিদি।

তিনি সাজঘরে ফেরান জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাথু শর্টকে। এরপর স্টিভেন স্মিথ ও জশ ইংলিশ মিলে অজিদের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। তাদের জুটি ভেঙেছেন রউফ। তার স্টাম্প ঘেঁষা গতিময় ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ১৮ রান করা ইংলিশ।

পরের ওভারে বল করতে এসে মার্নাস ল্যাবুশেনকেও ফেরান রউফ। ব্যাক অব দ্য লেন্থ ডেলিভারিতে তিনিও উইকেটের পেছনে ক্যাচ দেন। আর দারুণ শুরু পাওয়া স্মিথকে ৩৫ রানে ফেরান মোহাম্মদ হাসনাইন। এরপর আবারও শুরু হয় রউফের তোপ। একে একে তিনি ফেরেন অ্যারন হার্ডি ও গ্লেন ম্যাক্সওয়েলকে।

খানিক বাদে প্যাট কামিন্সের উইকেট শিকার করে পাঁচ উইকেটের মাইলফলকে পৌঁছান রউফ।  পাকিস্তানের এই পেসার ৮ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নিজের বোলিং শেষ করেন। এর মধ্যে ওয়ানডেতে পঞ্চমবারের মতো ৫ উইকেটের দেখা পেলেন রউফ। গত বছর সর্বশেষ আফগানিস্তানের ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

রউফের পাঁচ উইকেটের মধ্যে চারটির ক্যাচই নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এ ছাড়া আরও দুটি ক্যাচ নিয়েছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। কোনো ওয়ানডেতে ছয়টি ক্যাচ নেয়ার নজির এ নিয়ে ১৭তমবার দেখল ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের হয়ে এর আগে এই কীর্তি আছে শুধু সরফরাজ আহমেদের।

আরো পড়ুন: this topic