promotional_ad

ভারতের কাছে স্পষ্ট বার্তা জানতে চেয়েছে পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিন যত ঘনিয়ে আসছে, ততই আলোচনা বাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। বিশেষ করে, পাকিস্তানের মাটিতে ভারতের আসা-না আসা নিয়ে আলোচনা দীর্ঘ হচ্ছে বেশ প্রতিনিয়ত। ভারতের পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি।


মূলত সরকারের আপত্তির কাছে এখনও ঝুলে আছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সবুজ সঙ্কেত। এবার জানা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের কাছে স্পষ্ট বার্তা জানতে চেয়েছে। তাদেরকে লিখিত আকারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা না খেলার বিষয়টি জানাতে বলা হয়েছে।



promotional_ad

এমনটাই জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান। এর ফলে স্পষ্ট যে পাকিস্তান ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য চাপ সৃষ্টি করছে পাকিস্তান। যদিও দুই বোর্ডের পক্ষ থেকেই এই ব্যাপারে কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


ভারতের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিও প্রকাশ করেনি আইসিসি। সাধারণত এত বড় টুর্নামেন্টে ২-৩ মাস আগেই সূচি প্রকাশ করে আইসিসি। তবে এবার সেটা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।


যদি শেষ মুহূর্তে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে বিকল্প কি হবে, সেটিও আগে থেকেই ভেবে রাখছে আইসিসি। সেক্ষেত্রে হাইব্রিড মডেলে মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। এর আগে ২০২৩ এশিয়া কাপও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল।



পিসিবির পাশাপাশি পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া বিশ্লেষকরাও মনে করেন, এবার অন্তত ভারত তাদের মাটিতে খেলতে আসবেন। বিভিন্ন মাধ্যমে ভারতীয় ক্রিকেটাররাও আগ্রহ জানিয়েছে পাকিস্তানে খেলতে যাওয়ার। আগ্রহ জানিয়েছে দেশটির ক্রিকেটের সবচাইতে বড় দুই তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মাও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball