promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কোহলিরা পাকিস্তানে যাবেন, বিশ্বাস আকরামের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৬ বছর ধরে পাকিস্তান সফরে যায় না ভারতীয় দল। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টেও ভারতের অংশগ্রহণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। পাকিস্তান সফরে যেতে সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


ভারত পাকিস্তানে না গেলে হাইব্রিড মডেলে মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দিয়েছে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে ২০২৩ এশিয়া কাপও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল। এবারও ভারত সেই পথেউ হাঁটছে।



promotional_ad

যদিও পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। তার ধারণা দুই দেশের মধ্যে কঠিন সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তাই তিনি পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার ব্যাপারে আশাবাদী।


এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আমি যা কিছু পড়েছি, আমার মনে হয় ভারত সরকার ও বিসিসিআইয়ের মধ্যে ইতিবাচক আবহ তৈরি হয়েছে। আমি কোথায় যেন পড়েছি, ভারত তাদের ম্যাচগুলো লাহোরে খেলবে। সম্ভবত তারা লাহোরে খেলে সেই রাতেই দেশে ফিরে যাবে। ভারত যতক্ষণ এতে স্বস্তি বোধ করে, ততক্ষণ আমি আশাবাদী।’


ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে সিরিজ না খেলায় দর্শকরা বঞ্চিত হচ্ছে দুই দলের রুদ্ধশ্বাস লড়াই থেকে। তাদের শুধু খেলতে দেখা যায় বিশ্বকাপ ও এশিয়া কাপে। আকরাম মনে করেন এই দুই দলের সম্পর্ক ভালো হলে ক্রিকেটের কল্যাণ হবে।

তার ভাষ্য, ‘এখনকার দিনে এবং বর্তমান যুগে মানুষে মানুষে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমের এই জমানায় অনেক নেতিবাচকতা চোখে পড়ছে। আমার মতে, এগুলো অপ্রয়োজনীয় বিষয়। আমি মনে করি ভারত (পাকিস্তানে) এলে ক্রিকেটের জন্য বিশাল ব্যাপার হবে এবং অবশ্যই পাকিস্তানের জন্য দারুণ হবে।’



পাকিস্তানেও আছে রোহিত–কোহলিদের অনেক ভক্ত। সেই ধারণা দিয়ে আকরাম বলেন, ‘আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, তাদের (ভারতীয় দলকে) খুব ভালোভাবেই দেখভাল করা হবে। পাকিস্তানেও বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের ভক্ত আছে। তরুণ ক্রিকেটপ্রেমীরা তাদের ভালোবাসে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball