চট্টগ্রাম টেস্টে জাকেরের বদলি অঙ্কন

সংবাদ · বাংলাদেশ - সাউথ আফ্রিকা সিরিজ
চট্টগ্রাম টেস্টে জাকেরের বদলি অঙ্কন
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টিতে আগেই অভিষেক হওয়া জাকের আলী অনিক মিরপুর টেস্টে সাদা পোশাকের জার্সি গায়ে জড়িয়েছেন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ রান করলেও দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ে করেছেন ৫৮ রান। এমন পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টেও জাকেরের খেলাটা নিশ্চিতই ছিল। তবে অনুশীলনে চোট পেয়ে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। বদলি হিসেবে দলে নেয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।

সিরিজে ফেরার মিশনে রবিবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলনে নাহিদ রানার একটি ডেলিভারি খেলতে গিয়ে বলের লাইন মিস করেছিলেন। ডানহাতি পেসারের বাউন্সার বল হেলমেটে লাগতেই দৌড়ে যান ফিজিও বায়োজিদুল ইসলাম। প্রাথমিক শুশ্রূষার পরও অবশ্য সেদিন ব্যাটিং করেছেন জাকের।

হোটেলে ফিরে তরুণ ব্যাটারকে পর্যবেক্ষণে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। কনকাশনের উপসর্গ থাকায় দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে জাকেরকে। ফিজিও বায়োজিদুল জানিয়েছেন, পূর্ববর্তী কনকাশনের রেকর্ড থাকায় সেরে উঠতে কিছুটা সময় লাগতে পারে সিলেটের এই ক্রিকেটারের।

এ প্রসঙ্গে বিসিবির বিবৃতিতে বায়োজিদুল বলেন, ‘গতকাল (রবিবার) ব্যাটিং অনুশীলনের সময় জাকের আলী চোট পেয়েছেন। সে আগেও আঘাত পেয়েছিল এবং এখনো সেই উপসর্গ দেখাচ্ছে। তার পূর্ববর্তী কনকাশনের রেকর্ডের ভিত্তিতে পুনরুদ্ধারে কিছুটা সময় লাগতে পারে। ক্লিনিক্যাল ফলাফলের ভিত্তিতে তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে।

এদিকে সবশেষ কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছিলেন অঙ্কন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ৬৪৭ রান করেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটেও ছন্দে আছেন তিনি। জাতীয় লিগের প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন অঙ্কন। প্রথম রাউন্ডে ম্যাচসেরার পুরস্কার জেতা ঢাকা মেট্রোর অধিনায়ক প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৯৩৪ রান করেছেন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।

আরো পড়ুন: this topic