আশিকুরের সেঞ্চুরি, জয়রাজের আক্ষেপের পর ঢাকার লিড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন আশিকুর রহমান শিবলি। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন জয়রাজ শেখ। এই দুজনের ব্যাটে ভর করে নিজের প্রথম ইনিংসে ৩২৭ রান সংগ্রহ করেছে ঢাকা বিভাগ। ৭৪ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ২৩ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে রংপুর বিভাগ।


পিছিয়ে থেকে খেলতে নেমে ভালো শুরু পায়নি দলটি। তারা দলীয় ৯ রানের মধ্যে উপরের সারির দুই ব্যাটারকে হারায়। খালিদ হাসান ৪ ও অনিক সরকার মাত্র ২ রান করে ফিরে গেছেন। তবে চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও নাঈম ইসলাম মিলে দিনের খেলা শেষ করেছেন ভালোভাবেই।


promotional_ad

রংপুর তৃতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ২৮ রান করে। রিজওয়ান ৫ ও নাঈম ১৭ রান নিয়ে অপরাজিত আছেন। ঢাকা বিভাগের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন সালাউদ্দিন শাকিল ও এনামুল হক। ঢাকার চেয়ে রংপুর এখনও পিছিয়ে আছে ৪৬ রানে।


এর আগে ১ উইকেটে ৭০ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ঢাকা বিভাগ। আগের দিনই ৪৫ রান করে অপরাজিত ছিলেন শিবলি। দিনের শুরুতেই ৬৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ঢাকার এই ব্যাটার। আর ১৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা জয় রাজ হাফ সেঞ্চুরি পেয়েছেন ৯২ বলে।


দুজনেই বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলেন। শিবলি সেঞ্চুরি তুলে নেন ১৪৯ বলেই। ঢাকার এই ব্যাটারকে ফিরিয়ে আবু হাসিম ভাঙেন ২০৪ রানের জুটি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি জয়রাজ। ১৫৫ বলে ৮৭ করে আউট হন। তিনি এরপরই শুরু হয় ঢাকার ব্যাটারদের আসা যাওয়া।


আরিফুল ইসলাম ৪১ ও তাইবুর রহমান ৩৭ রান করলেও পরের আর কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম। আর একটি করে উইকেট দখল করেছেন শরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রিশাদ হোসেন, হাসিম, রিজওয়ান ও খালিদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball