promotional_ad

ইংল্যান্ড লায়ন্সের বোলিং কোচ হচ্ছেন স্টেইন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড লায়ন্সের বোলিং কোচ হতে যাচ্ছেন ডেল স্টেইন, এমনটা নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। অবশ্য পুরো সময়ের জন্য নয়, খণ্ডকালীন কোচ হিসেবে স্টেইনকে ভিড়িয়েছে ইংল্যান্ড লায়ন্স।


সাম্প্রতিক সময়ে ১৯ সদস্যের একটি ট্রেইনিং স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ২০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সাউথ আফ্রিকায় চলবে সেই ট্রেইনিং ক্যাম্প।



promotional_ad

এই ক্যাম্পে সাউথ আফ্রিকা 'এ' দলের সঙ্গে চারদিনের একটি ম্যাচও খেলবে ইংল্যান্ড লায়ন্স। দলটির হেড কোচের দায়িত্ব আছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। কোচিং স্টাফে স্টেইন পাবেন সাবেক সতীর্থ নেইল ম্যাকেঞ্জিকেও।


কয়েকদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান স্টেইন। ২০২১ সালে এই দায়িত্ব নেয়ার তিন বছর সেখান থেকে সরে দাঁড়ান সাউথ আফ্রিকার সাবেক এই পেসার।


ইতোমধ্যে অবশ্য তার বিকল্পও খুঁজে পেয়েছে হায়দরাবাদ। নিউজিল্যান্ডের সাবেক বোলিং অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনকে পেস বোলিং কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও স্টেইন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করছেন না।



বরং অন্য একটি লিগে সানরাইজার্সের কোচিং স্টাফে থাকবেন তিনি। সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ-টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের কোচিং স্টাফে থাকবেন তিনি। নিজের দেশে এই দলে বেশ সফল স্টেইন। দু'বারের দলটিকে শিরোপা জেতানোর পেছনে অন্যতম কারিগর তিনি।


বোলিং কোচ হিসেবে কাজ করার আগে ডেল স্টেইন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে মাঠেও নেমেছেন। শুধু সানরাইজার্স হায়দরাবাদের হয়েই নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ডেকান চার্জার্স ও গুজরাট লায়ন্সের হয়েও আইপিএল খেলেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball