promotional_ad

মাসুদের চোখে এই জয় স্পেশাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দেশের মাটিতে টেস্ট জেতাই ভুলে গিয়েছিল পাকিস্তান। নিজেদের মাঠে সর্বশেষে ১০ টেস্টে হারের গ্লানি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে হেরে আবারও সমালোচনার মুখে পড়েছিল দলটি।


যদিও দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়িয়েছে শান মাসুদের দল। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। এর পর নিজের অনুভূতি জানিয়ে মাসুদ। জানিয়েছেন এই জয় তার কাছে বিশেষ কিছু মনে হচ্ছে।



promotional_ad

পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেছেন, 'আমার মনে হয়, প্রথম কিছু সবসময়ই স্পেশাল। কঠিন সময়ের পর এসেছে এই জয়... ছেলেদের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না। তাদের নিবেদন এবং এর সঙ্গে সম্পৃক্ত কাউকে নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না।'


পাকিস্তানের এই জয়ে সবচেয়ে বড় অবদান দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলীর। এই দুই বোলার মিলেই ইংল্যান্ডের ২০ উইকেট নিয়েছেন। দলের বোলারদের নিয়ে দারুণ খুশি মাসুদ। তিনি মনে করেন দীর্ঘদিনের জয় খরা তাদের আরও ক্ষুধার্ত করে রেখেছিল। সেই তাড়না থেকেই এই জয় ধরা দিয়েছে বলে বিশ্বাস পাকিস্তান দলপতির।


তিনি বলেন, 'প্রত্যেকের জন্যই এটি বিশেষ কিছু, কারণ এটি কঠিন সময়ের পর এসেছে এবং এটিই আমাদের ক্ষুধার্ত রেখেছে। আমরা খুশি যে আমাদের পরিকল্পনা ঠিক রাখতে পেরেছি, ২০ উইকেট নিতে পেরেছি এবং প্রথম ও দ্বিতীয় ইনিংসে ভালো রান করেছি।'



প্রথম টেস্টে হারের পর বাকি দুই ম্যাচের দল থেকে তারকা ব্যাটসম্যান বাবর এবং দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বাদ দিয়েছে পাকিস্তান। ইংলিশদের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই কামরান গুলাম সেঞ্চুরি করে আলো কেড়ে নিয়েছেন। তবে মূল কাজটা করেছেন সাজিদ ও নোমানই। তাদের সঙ্গে ছিলেন আরেক স্পিনার জাহিদ মাহমুদও।


তিন স্পিনারের কাজ পাকিস্তানের দুই স্পিনারই করে দিয়েছেন। এই ম্যাচে শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে মাঠে নামার পরিকল্পনা আগে থেকেই ছিল বলে জানালেন মাসুদ। তিনি বলেন, 'মুলতানে আমরা খুব বেশি টেস্ট ম্যাচ খেলিনি, একটি টেস্ট খেলেছিলাম দুই বছর আগে এবং সেখানে স্পিন ধরেছিল। তাই আমরা ভাবলাম, এমন কিছুর চেষ্টা কেন নয়?'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball