promotional_ad

কামরানের চোখে পাকিস্তান পাড়ার দলের মতো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হারে সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাকিস্তানকে। সমালোচনার জবাব দিতে শাহীন শাহ আফ্রিদি সেই সময় বলেছিলেন, পাকিস্তান গলির দল নয়। ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ ও ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে হারের পর পাকিস্তানকে পাড়ার দলের সঙ্গে তুলনা করেছেন কামরান আকমল। শান মাসুদরা ক্লাবের দলের মতোও পারফর্ম করতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি।


রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হারার পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। সমর্থকদের সেই দুঃখ ঘুচে যাওয়ার আগেই ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে স্বাগতিকরা। লম্বা সময় ধরে ঘরের মাঠে জিততে পারছেন না শান মাসুদরা। মুলতান টেস্টের হার পরিসংখ্যানে যোগ করে নতুন মাত্র। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শুরুটা হয়েছিল দারুণভাবে।



promotional_ad

আব্দুল্লাহ শফিক, মাসুদ ও আঘা সালমানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৫৬ রানের পুঁজি পায় জেসন গিলেস্পির শিষ্যরা। এমন ব্যাটিং পারফরম্যান্সে নিশ্চিতভাবেই খুশি হয়েছিলেন দেশটির সমর্থকরা। তবে সেই আনন্দ মিলিয়ে গেছে একদিন পার হতেই। মুলতানের ব্যাটি-স্বর্গে জো রুট ও হ্যারি ব্রুক মিলে শাহীন আফ্রিদি, নাসিম শাহ, আমের জামালদের রীতিমতো কাঁদিয়ে ছেড়েছেন। দলের ৬ বোলারই একশর বেশি রান দিয়েছেন।


সফরকারীদের ৮২৩ রানের জবাবে ম্যাচ বাঁচাতে দেড় দিন টিকে থাকতে হতো পাকিস্তানকে। অথচ ঘরের মাঠে সেটাই করে দেখাতে পারেননি বাবর আজমরা। ব্যাটিং ব্যর্থতায় ২২০ রানে গুটিয়ে যাওয়ার পর স্বাগতিকদের হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করার পর ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাবরদের এমন পারফরম্যান্সের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন কামরান।


পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার বলেন, ‘পাকিস্তান যেভাবে হেরেছে তাতে নিশ্চিত পুরো বিশ্ব অবাক হবে। কেউই এটা বিশ্বাস করবে না। পাকিস্তান অনেকটা পাড়ার দলের মতো হয়ে গেছে। এমনকি একটা ক্লাবের দলও এমন পারফর্ম করে না। বর্তমানে এটাই আমাদের স্ট্যান্ডার্ড। আমরা শুধু ছোট দলের সঙ্গেই জিততে পারি কিন্তু বড় দলের বিপক্ষে জয়ের কাছেও যেতে পারি না। পাকিস্তানকে দেখে পুরো বিশ্ব হাসছে।’



বাবরদের নিয়ে বড় অভিযোগও আছে কামরানের। গুঞ্জন আছে, দেশটির বেশিরভাগ ক্রিকেটারই দলের চেয়ে নিজের ব্যক্তিগত রেকর্ডকে বেশি প্রাধান্য দেন। পাকিস্তানের সাবেক উইকেটকিপারের চাওয়া, এমন ক্রিকেটারকে খুঁজে বের করে দল থেকে সরিয়ে দেয়া। ঘরের মাঠে টানা ১১ টেস্টে হারা পাকিস্তানের পারফরম্যান্সকে লজ্জাজনক হিসেবে দেখছেন তিনি।


কামরান বলেন, ‘পাকিস্তানের অ্যাপ্রোচ অনেকটা স্বার্থপরের মতো। আমাদের দেশে খেলোয়াড়েরা নিজেদের ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলে এবং তারপর দলের কথা ভাবে। অধিনায়কের কাছে জানতে চাওয়া উচিত এটার সঙ্গে কোন কোন ক্রিকেটাররা জড়িত। এটার তদন্ত করে দায়ী ব্যক্তিকে সরিয়ে দেয়া উচিত। পারফরম্যান্স ছাড়াই আপনি তাদের বাড়তি সুবিধা দিচ্ছেন। পুরো বিশ্ব পাকিস্তানের সঙ্গে রেকর্ড করার জন্য খেলছে। লজ্জাজনক পারফরম্যান্স।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball