promotional_ad

পাকিস্তানের নির্বাচক কমিটিতে আলিম দার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে নিজেকে সরিয়ে নিলেও আন্তর্জাতিক প্যানেলের অংশ হিসেবে এখনও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করছেন আলিম দার। যদিও কদিন আগে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ২০২৪-২৫ মৌসুমের পর থেকে আম্পায়ারিংয়ে আর দেখা যাবে না তাকে। পুরোপুরি আম্পায়ারিং ছেড়ে দেয়ার আগে এবার নতুন দায়িত্ব পেলেন আলিম দার। পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে যুক্ত করা হয়েছে তাকে।


সবশেষ কয়েক বছরে ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না পাকিস্তানের। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা পাকিস্তান পুরোপুরি ব্যর্থ হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। গ্রুপ পর্ব পার করতে না পারায় দেশে ফিরেই তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। যদিও সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফেরানো হয় তাকে। তবে সাফল্য এনে দিতে না পারায় সমালোচনার মুখে পড়েন।



promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া পাকিস্তানের টেস্টেও সময়টা ভালো যাচ্ছে না। কদিন আগে ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছেন শান মাসুদরা। দুনিয়ার একমাত্র দল হিসেবে প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করেও ইংল্যান্ডের কাছে হেরেছে ইনিংস ব্যবধানে। দেশের ক্রিকেটের এমন পারফরম্যান্সের জেরে বেশ কিছু জিনিসে বারংবার পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


ব্যর্থতার গল্পের মাঝে বেশ কয়েকবার নির্বাচক কমিটিতে পরিবর্তন আনলেও সেটা একেবারেই কাজে দেয়নি। ২০২১ সালের আগষ্ট থেকে এখন পর্যন্ত ভিন্ন ২৬ জন নির্বাচক নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে কদিন আগে নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের সাবেক ব্যাটার সরে যাওয়ার পর আরও একবার নতুন কমিটি দিয়েছে পিসিবি। যেখানে নতুন করে যোগ দিয়েছেন আলিম দার, আকিভ জাভেদ ও আজহার আলী।


পুরনো কমিটি থেকে থাকছেন সাবেক ব্যাটার আসাদ শফিক ও অ্যানালিষ্ট হাসান চিমা। পাঁচজনের কমিটিতে কাউকে নেতৃত্বে রাখা হয়নি। অর্থাৎ সবাইকে সব ক্ষমতা দিয়েছে পিসিবি। এদিকে নতুন নির্বাচক কমিটিতে সবচেয়ে চমক জাগিয়েছেন আলিম দার। এখনও আম্পায়ারিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও নির্বাচকের দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা খানিকটা বিরল।



ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। প্রধান কিউরেটর, অধিনায়ক শান মাসুদ এবং প্রধান কোচ জেসন গিলেস্পির সঙ্গে দেখা করতে শনিবার (১২ অক্টোবর) মুলতান যাবেন নির্বাচকরা। এরপর চূড়ান্ত হবে মুলতান টেস্টের স্কোয়াড। এদিকে গুঞ্জন আছে টানা ব্যর্থতায় অধিনায়কত্ব হারাতে পারে শান মাসুদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball