ব্যাটিং ব্যর্থতার পরও বোলারদের দায় দিলেন পাকিস্তান অধিনায়ক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে পাকিস্তান। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করে ইনিংস হারের স্বাদ পেয়েছে শান মাসুদের দল।প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং ক???লেও দ্বিতীয় ইনিংসে হুরমুড়িয়ে ভেঙে পড়েছে পাকিস্তানের ইনিংস।
প্রথম ইনিংসে ৫৫৬ রানের পর দ্বিতীয় ইনিংসে তারা মাত্র ২২০ রানেই গুটিয়ে গিয়েছিল। এমন পারফরম্যান্সের পরও এই ম্যাচ হাতে বোলারদের দায় দেখছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তারা ভালো বোলিং করলে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৮২৩ রান করতে পারত না বলে দাবি তার।

তিনি বলেন, 'আমরা তৃতীয় বা চতুর্থ ইনিংসের ব্যাপারে কথা বলছি। কিন্তু দিনশেষে এটি দলীয় খেলা। দল হিসেবে সবকিছুরই নিজস্ব সুবিধা ও প্রতিক্রিয়া আছে। আপনি ৫৫০ রান করবেন, তখন এর বিপরীতে ১০ উইকেট নিতে হবে। এই জিনিসটাই আমরা করতে পারিনি।'
ভালো বোলিং করে ইংল্যান্ডকে নাগালে রাখতে পারলে ম্যাচ জেতা সম্ভব ছিল বলে মনে করেন মাসুদ। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ২২০ রানের লক্ষ্য ছুঁড়ে দিলেও তা সহজ হতো না বলে দাবি পাকিস্তান অধিনায়কের। প্রথম ইনিংসে ব্যাটিং-বোলিংই ম্যাচের মোড় বদলে দিয়েছে বলে ধারণা তার।
মাসুদ বলেন, 'আমরা যদি ১০ উইকেট নিতে পারতাম ও ইংল্যান্ডকে আমাদের রানের আশপাশে রাখতে পারতাম, তাহলে পঞ্চম দিনে এই ২২০ রান চ্যালেঞ্জিং হতে পারত। দল হিসেবে আমাদের এটি বের করতে হবে যে কীভাবে প্রথম ইনিংসে ব্যাটিং-বোলিংয়ে অবদান রেখে ম্যাচের গতিপ্রকৃতি ঠিক করা যায়। এই জায়গায় আমরা ধুঁকছি।'
তিনি আরও যোগ করেন, 'আমরা ইংল্যান্ডের থেকেও এটি শিখতে পারি। তারা ২০ উইকেট নেওয়ার পথ বের করে নিয়েছে। ২০ উইকেট নেওয়া ছাড়া আপনি টেস্ট জিততে পারবেন না। হ্যাঁ, দল হিসেবে আমাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। কিন্তু আপনাকে ২০ উইকেট নেওয়া শিখতে হবে। সামনের দিকে এটিই আমাদের চ্যালেঞ্জ হবে।'