মুলতান টেস্টের মাঝপথেই দেশে ফিরছেন স্টোন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সফরের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন ওলি স্টোন। আগামী বুধবার এই ইংলিশ পেসারের ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য দলে ফেরার সম্ভাবনা নেই স্টোনের। মূলত বিয়ের পিঁড়িতে বসতে ছুটিতে যাচ্ছেন এই ক্রিকেটার।
চলতি গ্রীষ্মে দলে ডাক পাওয়ার আগেই অবশ্য বিয়ের তারিখ নির্ধারণ করে রেখেছিলেন স্টোন। যার কারণে তাকে ছুটি দিতে একরকম বাধ্য হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ব্রেন্ডন ম্যাককালামের ম্যানেজমেন্ট তাতে কোনো আপত্তি করেনি।

পাকিস্তানের বিপক্ষে চলমান মুলতান টেস্টে ইংল্যান্ড একাদশে জায়গা পেয়েছেন ব্রাইডন কার্স। মূলত তার কারণেই একাদশে জায়গা হয়নি স্টোনের। একাদশে জায়গা না পাওয়াই এবার শাপে বর হয়েছে তার জন্য। এ কারণে চলতি টেস্টের মাঝপথেই পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। দুই টেস্টে সাতটি উইকেট নিয়েছেন এই পেসার। গত তিন বছরে এই দুটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন তিনি। পাকিস্তান সিরিজেও মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন এই ইংলিশ ক্রিকেটার।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১২ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন স্টোন। ১৫ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচের আগে স্টোন যোগ দিতে না পারলেও অবশ্য ইংল্যান্ডের পেস আক্রমণের বড় কোনো ক্ষতি হবে না।
ইংল্যান্ডের স্কোয়াডে আছেন আরও চার পেসার। কার্স, গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস ও ম্যাথু পটস। অবশ্য ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। সেখানে সুযোগ পেয়েছেন ওকস, কার্স ও অ্যাটকিনসনকে নিয়ে।