promotional_ad

বাংলাদেশে সাকিবের বিদায়ের ভালো সম্ভাবনা দেখেন ফারুক

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারত সফর শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলছেন সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস ওয়েভসের হয়ে খেলা তারকা অলরাউন্ডার ভারত ছাড়ার আগে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের শেষ ২০ ওভারের ম্যাচ খেলে ফেলেছেন সাকিব। যার ফলে টি-টোয়েন্টি নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই। তাই সাকিবকে নিয়ে আলোচনার পুরোটা জুড়ে টেস্ট।


অবসরের ঘোষণার দিনে বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছিলেন, নিরাপত্তার আশ্বাস পেলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান। সাকিবের এমন চাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়েছিলেন, নিরাপত্তার বিষয়টি তাদের হাতে নেই। চাইলেই তাদের পক্ষে সাকিবকে ওই ধরনের নিরাপত্তা দেয়া সম্ভব নয়।



promotional_ad

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও খানিকটা নেতিবাচক খবর দিয়েছিলেন। ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলেও রাজনীতিবিদ সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি। যদিও কয়েকদিন যেতেই কথার সুর পাল্টেছেন ক্রীড়া উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে সাংবাদিকদের জানান, দেশে এলে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা হবে।


এ প্রসঙ্গে আসিফ বলেছিলেন, ‘আমাদ???র একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’


দেশে ফিরে সাকিবের অবসর নেয়ার ভালো সম্ভাবনা দেখছেন ফারুকও। সেই সঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে যোগাযোগ হয়েছেও বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসরে যাওয়ার।’



১৬ অক্টোবর বাংলাদেশের মাটিতে পা রাখবে সাউথ আফ্রিকা। সবকিছু ঠিক থাকলে মিরপুরে ২১ অক্টোবরে হবে সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচে সাকিব খেললে মাঠের ভেতরের সব ধরনের নিরাপত্তা দেবে বিসিবি। ফারুক জানিয়েছেন, ইনডোর কিংবা অনুশীলনের জন্য যে ধরনের নিরাপত্তা দেয়া প্রয়োজন তার সবটা করবে তারা। তবে বাকি ব্যাপারগুলো সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে বলে জানান ফারুক।


বিসিবি সভাপতি বলেন, ‘লিগ্যালটা তো আমি বলতে পারবো না। আমার কথা হলো সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারবো ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball