promotional_ad

কানেকশন ক্যাম্পে বাবর-আফ্রিদিদের উদ্দেশে কারস্টেনের বিশেষ পরামর্শ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান ক্রিকেটের একটানা ব্যর্থতায় মূল সমস্যা খুঁজে পেতে গত ২৩ সেপ্টেম্বর পিসিবির পক্ষ থেকে কানেকশন বা সংযোগ ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে খেলোয়াড়দের কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরেছেন সাদা বলের ক্রিকেটে দলটির হেড কোচ গ্যারি কারস্টেন। বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিদের বিভিন্ন পরামর্শও দিয়েছেন তিনি।


অধিনায়ক, কোচিং স্টাফ বা বোর্ড সভাপতি—কোনো কিছুর পরিবর্তন করেই সাফল্য পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল। যার কারণে মূল সমস্যা খুঁজে নিতেই এই কানেকশন ক্যাম্পের আয়োজন করা হয়।



promotional_ad

পাকিস্তানের গণমাধ্যম থেকে জানা গেছে ব্যতিক্রমী এই ক্যাম্পে পুরোপুরি স্বতঃস্ফূর্ত ছিলেন যোগদানকারী কোচ, অধিনায়ক , সাপোর্টিং স্টাফ এবং ক্রিকেটাররা। তাদের কাছে নিজেদের মতামত উপস্থাপন করেছেন কারস্টেন।


সংবাদ সম্মেলনে কারস্টেন এ নিয়ে বলেন, ‘কানেকশন ক্যাম্পের অংশ হয়ে দারুণ সময় কেটেছে। আমি মনে করি, তিন সংস্করণেই পাকিস্তান ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য দেখতে চাওয়ার বিষয়ে আমরা সকলে একমত। আমরা আজ যেসব জিনিস করেছি দলের সেরাটা পেতে সাহায্য করবে। দল ও খেলোয়াড়দের পেশাদারির বিষয়ে যে কথা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তারা যে পেশাদার সেই প্রতিশ্রুতিও গুরুত্বপূর্ণ। দেশের জন্য নিজেদের সেরাভাবে উপস্থাপন ও পাকিস্তান ক্রিকেটের গর্ব ফিরিয়ে আনাও অনেক জরুরি।’


বেশ কিছুদিন ধরেই সাফল্য আসছে না পাকিস্তান ক্রিকেটে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে দলটির। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে দলটি। এরপর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারে পাকিস্তান।



কারস্টেন আরও বলেন, ‘আমরা সবাই সফল দল চাই, তাই তো? আমরা চাই আমাদের দল যেখানে খেলুক ভালো করুক। এটা না হওয়ার কোনো কারণ নেই। তিন সংস্করণেই দলে অনেক প্রতিভা আছে, তবে এর জন্য একটা প্রক্রিয়ায় কাজ করতে হবে। আমার মনে হয় এর ওপরই আমরা মনযোগ দিচ্ছি। আমরা আসলে জানতে চাই, আমাদের একটি শক্তিশালী কাঠামো আছে। দলে জায়গা পাওয়ার লড়াই আছে এবং সেরা দলগুলোর সঙ্গে লড়ার জন্য আমাদের দলের কৌশল একই থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball