আগে ব্যাটিংয়ে নামতে অধিনায়ককে ছক্কার ভিডিও দেখিয়েছিলেন জামান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
অনেক সময়ই সামর্থ্য থাকার পরও উপরে ব্যাটিংয়ের সুযোগ পান না ক্রিকেটাররা। অধিনায়ককে বোঝাতে অনেক কিছুই করতে হয় তাদের। এমনই হয়েছে পাকিস্তানের ক্রিকেটার জামান খানের ক্ষেত্রে। অধিনায়ককে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিতে টিকটকে নিজের ৫ ছক্কার ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।
সেই ভিডিও দেখিয়েছিলেন পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে স্ট্যালিয়ন্সের অধিনায়কত্ব করা মোহাম্মদ হারিসকেও। তবে তাতেও অধিনায়কের আস্থা অর্জন করতে পারেননি জামান। ব্যাটিং অর্ডারে প্রমোশন তো হয়ইনি উল্টো তাকে ব্যাটিং করতে হয়েছে ৯ নম্বরে।
যদিও প্যান্থার্সের বিপক্ষে ঠিকই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জামান। প্যান্থার্স আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। সেই ম্যাচে ৯ নম্বরে নেমে ১৬ বলে ৪২ রানের ইনিংস খেলেন জামান। তার ইনিংস জুড়ে ছিল ৬টি ছক্কাও।

অবশ্য জামানের অবিশ্বাস্য ব্যাটিংয়ের পরও ২০ রানে হেরে যেতে হয়েছে স্ট্যালিয়ন্সকে। অবশ্য জামানের এমন ব্যাটিং দেখে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন দলটির অধিনায়ক হারিস। জামানের কাছে ভুল স্বীকার করে বলেছেন তার ভুল হয়ে গেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জামান বলেছেন, 'টিকটকে আমি আমার ছক্কার ভিডিও দিয়েছিলাম। যাতে করে হারিস দেখতে পারে এবং আমাকে আগে ব্যাটিং করতে পাঠায়। সে আমাকে ছয় নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর জন্য তৈরিও করেছিল। ম্যাচের পর সে আমার কাছে এসেছিল এবং বলেছে জামান আমার ভুল হয়ে গেছে। আমি বলেছি তোমাকে এজন্যই ভিডিওটি দেখিয়েছিলাম।'
ব্যাট হাতে ঝলক দেখানোর আগে জামান বল হাতেও চমক দেখিয়েছেন। ১০ ওভারে ৯০ রান খরচা করলেও তুলে নিয়েছেন ৪টি উইকেট। সাইম আইয়ুবকে আউট করে শুরু। এরপর উসমান খান, হায়দার আলী ও আরাফাত মিনহাসের উইকেট নিয়েছেন তিনি।
দলটি চার ম্যাচ খেলে ফেললেও এই ম্যাচেই প্রথম খেললেন জামান। আগের তিন ম্যাচেই তাকে একাদশের বাইরে থাকতে হয়েছিল। প্যান্থার্সের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যের পর বাকি ম্যাচগুলোতে তাকে হয়তো আর একাদশের বাইরে থাকতে হবে না। সেটা বলাই যায়।
চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে এখনও পর্যন্ত ৪ ম্যাচে দুটিতে জিতে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে স্ট্যালিয়ন্স। আর সমান সংখ্যক ম্যাচে ৩টি করে জয়ে এক ও দুই নম্বরে আছে যথাক্রমে মারখোর্স ও প্যান্থার্স। দলের অবস্থা ভালো না হলেও এই টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন স্ট্যালিয়ন্সের ব্যাটার বাবর আজম।
তিনি টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ৭৬.৬৬ গড়ে ২৩০ রান করেছেন। যা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। তার উপরে আছেন কেবল কামরান গোলাম। তার সংগ্রহ ২৪৭ রান। বাবর ফর্মে থাকলেও দলের অন্যদের ধারাবাহিকতার অভাবে ভুগতে হচ্ছে স্ট্যালিয়ন্সকে।