আগষ্টের সেরা হওয়ার দৌড়ে মহারাজের সঙ্গী সিলস-ওয়াল্লালাগে

সংবাদ · আইসিসি
আগষ্টের সেরা হওয়ার দৌড়ে মহারাজের সঙ্গী সিলস-ওয়াল্লালাগে
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়া দুই টেস্টের সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন কেশভ মহারাজ। সাউথ আফ্রিকার বাঁ’হাতি স্পিনারের সামনে সুযোগ এবার আইসিসির আগষ্ট মাসের সেরা খেলোয়াড় হওয়ার। আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে মহারাজের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস এবং শ্রীলঙ্কার দুনিথ ওয়াল্লালাগে।

পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করে সাউথ আফ্রিকা। সেই টেস্টের দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়েছিলেন মহারাজ। পরের টেস্টের দুই ইনিংসে প্রোটিয়া বা ‘হাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। সব মিলিয়ে দুই টেস্টের সিরিজে ১৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন মহারাজ।

এমন পারফরম্যান্সের পর আগষ্টের মাসসেরা হওয়ার তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের পর মাসসেরা হতে পারলে দ্বিতীয়বারের মতো এমন পুরস্কার জিতবেন বাঁহাতি এই স্পিনার। এর আগে ২০২২ সালের এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ৩৪ বছর বয়সী মহারাজ।

প্রতিপক্ষ দলের সিলসও আছেন সেরা হওয়ার তালিকায়। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাত্র ৩ উইকেট পেলেও প্রভিডেন্সে ডানহাতি পেসার শিকার করেছেন ৯ উইকেট। সবমিলিয়ে ১৮.০৮ গড়ে ১২ উইকেট নিয়ে মাসসেরা হওয়ার তালিকায় জায়গা পেয়েছেন। চলতি বছরে ক্যারিবিয়ানদের হয়ে মাসসেরা হয়েছেন শামার জোসেফ ও গুড়াকেশ মোতি।

তৃতীয় ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াল্লালাগেকে রাখা হয়েছে সেরার তালিকায়। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭ উইকেট নিয়েছেন। যেখানে তৃতীয় ম্যাচে ২৭ রানে ৫ উইকেট নিয়ে রোহিত শর্মাদের একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি।

মেয়েদের ক্রিকেটে মাসসেরার তিনজনের তালিকায় দুজনই আয়ার‌ল্যান্ডের। ওর্লা প্রেন্ডারগাস্টের সঙ্গে আছেন তারই সতীর্থ গ্যাবি লুইস। শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারানো সিরিজে দুজনই দারুণভাবে পারফরম্যান্স করেছেন। তৃতীয় ক্রিকেটার হিসেবে লড়াই করবেন শ্রীলঙ্কার তরুণ হার্শিতা সামারাবিক্রমা।

আরো পড়ুন: this topic