|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিন্ডি টেস্টে এখন পর্যন্ত চালকের আসনে আছে বাংলাদেশ। জয়ের জন্য শেষদিনে তাদের প্রয়োজন আরও ১৪৩ রান, হাতে আছে সবকটি উইকেট। এমন পরিস্থিতিতে পঞ্চম দিন সকালেই ম্যাচ শেষ করার লক্ষ্যের কথা জানিয়েছেন হাসান মাহমুদ।
পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ওপেনারদের দৃঢ়তায় বিনা উইকেটে ৪২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
১৯ বলে ৯ রান নিয়ে উইকেটে আছেন সাদমান ইসলাম। তার সঙ্গে দুটি চার ও দুটি ছক্কায় ২৩ বলে ৩১ রান করে অপরাজিত আছেন জাকির হাসান। মাত্র সাত ওভারে এই রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য ছিল চতুর্থ দিনেই ম্যাচ শেষ করার।
তবে আলোকসল্পতা এবং বৃষ্টির কারণে চতুর্থ দিন নির্ধারিত সময়ের অনেক আগেই খেলা শেষ হয়ে যায়। ফলে পঞ্চম দিনের প্রথম সেশনেই তাকিয়ে আছে চান্ডিকা হাথুরুসিংহের দল।
চতুর্থ দিনের খেলা শেষে হাসান বলেন, ‘এটা আসলে বলা মুশকিল। তবে যদি বৃষ্টি না হতো আমরা চেষ্টা করতাম যে আজকের মধ্যে কীভাবে শেষ করা যায় অথবা প্রথম সেশনে কীভাবে কালকে শেষ করা যায়।’
‘আসলে আমার মনে হয় তারা বৃষ্টি নিয়ে ভাবেনি। তারা প্রতিটি বল দেখে খেলেছে। বাজে বলকে আক্রমণ করেছে এবং সেভাবেই প্রতিটি বলকে তারা খেলতে চেয়েছে।’