মির হামজার বলে বোল্ড জাকির

সংবাদ · বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
মির হামজার বলে বোল্ড জাকির
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান (প্রথম ইনিংস)- ২৭৪/৮ (৮৫.১ ওভার) (আবদুল্লাহ ০, শান ৫৭, সাইম ৫৮, শাকিল ১৬, বাবর ৩১, রিজওয়ান ২৯, সালমান ৫৪; মিরাজ ৫/৬১, তাসকিন ৩/৫৭)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২৬২/১০ (৭৮.৪ ওভার) (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, লিটন ১৩৮, মিরাজ ৭৮, তাসকিন ০, হাসান ১৩*; শেহজাদ ৬/৯০)

পাকিস্তান (দ্বিতীয় ইনিংস)- ১৭২ (৪৬.৪ ওভার) (সাইম ২০, মাসুদ ২৮, বাবর ১১, শাকিল ২, রিজওয়ান ৪৩, সালমান ৪৭*, আলী ১, আবরার ২, হামজা ৪; হাসান ৫/৪৩, নাহিদ ৪/৪৪)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ৫৮/১ (১২.৪ ওভার) (লক্ষ্য ১৮৫) (জাকির ৪০, সাদমান ১৬*, শান্ত ০*)

চতুর্থ দিন পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ওপেনারদের দৃঢ়তায় বিনা উইকেটে ৪২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।

মির হামজার বলে বোল্ড জাকির-

দিন শুরু হওয়ার তৃতীয় ওভারেই দলীয় ৫০ রানে পৌঁছায় বাংলাদেশ। এ দিন কিছুটা সতর্ক ভঙ্গিমায় খেলছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান। ইনিংসে ১০ম ওভারে সাফল্য পেয়েও গিয়েছিল পাকিস্তান।

মোহাম্মদ আলীর বলে জাকিরের ব্যাটের নিচের অংশ ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে। আম্পায়ার আউট দেননি। পাকিস্তানের কোনো ক্রিকেটার বুঝতে না পারায় আবেদনও করেননি।

তবে বেশীক্ষণ টিকতে পারেননি জাকির। আগের দিন ২৩ বলে ৩১ রান করা এই ব্যাটার এ দিন ৩৯ বলে ৪০ রানে থেমেছেন। ১৩তম ওভারে মির হামজার ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে তিনটি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন জাকির। দলীয় ৫৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

আরো পড়ুন: this topic