promotional_ad

অ্যাটকিনসনের ৫ উইকেট, সিরিজ ইংল্যান্ডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রায় দুই মাস আগে টেস্ট অভিষেক। এরই মধ্যে ইংল্যান্ড দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে উঠেছেন গাস অ্যাটকিনসন। এর মধ্যে ৫ টেস্টে খেলে ফেলেছেন তিনি। বেশ কয়েকটি ম্যাচেই ইংল্যান্ডের জয়ে বড় অবদান এই পেসারের। 


লর্ডসের মাটিতে ২ ম্যাচ খেলে চারবার নিজের নাম অর্নার্স বোর্ডে লিখিয়েছেন তিনি। এর সর্বশেষটি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে। তার বীরত্বে লর্ডস টেস্ট ১৯০ রানে জিতে নিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে সেঞ্চুরির সঙ্গে ২ উইকেট নিয়েছিলেন অ্যাটকিনসন।



promotional_ad

এরপর দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৫ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ২৯২ রানে গুটিয়ে দিয়েছেন তিনি। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। চতুর্থ দিনই ইংল্যান্ডের জয়ের আভাষ পাওয়া গিয়েছিল। ইংল্যান্ডের দেয়া ৪৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কানরা।


শেষদিন লঙ্কানদের ৮ উইকেট তুলে নিতে পারলেই জয় নিশ্চিত ছিল ইংল্যান্ডের। বিকেলের মধ্যে সেই কাজ সম্পন্ন করে ইংল্যান্ড জয় নিশ্চিত করেছে। তবে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন দীনেশ চান্দিমাল ও দিমুথ করুনারত্নে। দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নিলেও শেষ রক্ষা হয়নি শ্রীলঙ্কার।


হাফ সেঞ্চুরি পেয়েছেন আরেক ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভাও। আর শেষদিকে ৪৩ রানের ইনিংস খেলেছেন মিলন রত্নায়েকের। তবে তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। আগেরদিন নিশান মাদুশকার উইকেট নেয়ার পর পঞ্চম দিন চান্দিমাল, ধনঞ্জয়া, মিলন ও কামিন্দু মেন্ডিসের উইকেট নিয়ে পাঁচ উইকেটের কোটা পূরণ করেন তিনি।



অলরাউন্ড পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে অ্যাটকিনসনের হাতে। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ওভালে শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। সেই ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball